পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পড়ুয়া ঠাণের শান্তিনগর এলাকার বাসিন্দা। লতা নামে শিক্ষিকার কাছে পড়ত সে। গত শুক্রবার তার কাছে পড়তে গিয়েই শাস্তির মুখে পড়ে আট বছরের ওই শিশুটি। অভিযোগ, হোমওয়ার্ক না করে নিয়ে যাওয়ায় ওই শিশুকে ৪৫০ বার ওঠবস করান লতা নামে ওই গৃহশিক্ষিকা। অবস্থা এতটাই খারাপ হয়, যে বাড়ি ফেরার সময় ঠিকমতো হাঁটতেই পারছিল না ওই শিশু ৷
advertisement
পরিস্থিতি এমন হয় যে, টিউশন থেকে ফিরে ভাল করে হাঁটতে পারছিল না শিশুটি। তার পা ফুলে যায়। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। আর নির্মম অত্যাচারের ঘটনা এই প্রথমবার নয় ৷ এর আগেও বহুবার গৃহশিক্ষিকার অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে শিশুকে ৷ প্রচুর বেতের বাড়িও খেয়েছে সে বলে জানা গিয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2020 4:13 PM IST