মৃত ওই স্কুল পড়ুয়ার নাম দীপাংশু বলে জানা গিয়েছে ৷ আদর্শনগরের একটি সান্ধ্য স্কুলের দশম শ্রেনীর ছাত্র ছিল দীপাংশু ৷ কথা বলার সময় সামান্য তোতলামির সমস্যা ছিল তার ৷ দীপাংশুর তোতলামির জন্য তাকে উত্যক্ত করত তার সহপাঠীরা ৷ তার শারীরিক গঠন নিয়েও তামাশা করা হত বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : কেদারনাথ মন্দিরের পিছনে ভয়ঙ্কর তুষারধস, শিউরে ওঠার মতো ভিডিও
advertisement
বারবার তার সহপাঠীদের বারণ করেও কোনও লাভ হয়নি ৷ দীপাংশুর পরিবারের লোক স্কুলে বহুবার অভিযোগ করার পরেও কোনও সুরাহা মেলেনি বলে জানা গিয়েছে দীপাংশুর পরিবারের তরফ থেকে ৷ জানা যায়, বৃহস্পতিবার ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন দীপাংশুর বাবা সৎপাল ও দাদা হিমাংশু ৷ কিন্তু স্কুল থেকে ফেরার পথেই মর্মান্তিক ঘটনার শিকার হতে হল ওই পড়ুয়াকে ৷
স্কুল থেকে বাড়ি ফেরার সময় ফের উত্যক্ত করা হয় দীপাংশুকে ৷ ঘটনার প্রতিবাদ করতে যাওয়ায় তাকে এলোপাথাড়ি ভাবে ছুড়ি দিয়ে কোপ মারে অভিযুক্তরা ৷ কোপ মারা হয় দীপাংশুর বাবা সৎপাল কেও ৷
দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু গুরুতর জখম হওয়ার কারণে হাসপাতালেই মৃত্যু হয় দীপাংশুর ৷
আরও পড়ুন : ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, কানপুরে মৃত ১১ শিশু-সহ অন্তত ২৪ তীর্থযাত্রী! দেখুন
মৃতের দাদা হিমাংশুর অভিযোগ , বুধবার সহপাঠীদের সঙ্গে সামান্য ধস্তাধস্তিতে জড়ায় দীপাংশু ৷ সেই বদলা নিতেই মেরে ফেলা হয়েছে তার ভাইকে ৷ ঘটনায় অভিযুক্ত দীপাংশুর ২ সহপাঠী সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷