চলতি মাসের ৫ তারিখই ভূমিকম্প হয় দিল্লিতে। দিল্লি ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয় সন্ধের দিকে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology) জানায় সন্ধে ৭ টা ৫৫ নাগাদ ভূমিকম্প হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯।আফগানিস্তানের দক্ষিণে ফায়জাবাদ থেকে ৭৯ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। যার জেরে আফগানিস্তান, পাকিস্তান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়। দিল্লির একাধিক জায়গা ছাড়াও পঞ্জাব, চণ্ডীগড়েও অনুভূত হয় কম্পন।
advertisement
প্রসঙ্গত, দিল্লি ও সংলগ্ন এলাকায় একাধিকবার ভূকম্পন অনুভূত হয়েছে গত কয়েক বছরের মধ্যে। গত নভেম্বরে এক সপ্তাহের মধ্যে দু বার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের রাজধানী দিল্লি। ১২ নভেম্বর রাত ৮ টার দিকে দিল্লিতে কম্পণ অনুভূত হয়। আতঙ্কে বাসিন্দারা বাড়ির বাইরে বের হয়ে আসেন। একই সপ্তাহে দু বার ভূমিকম্পের কম্পণ অনুভূত হওয়ায় প্রবল আতঙ্ক ছড়ায় রাজধানীতে। মূলত, দিল্লি-এনসিআর, নেপালে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৪। উৎস ছিল উত্তরাখণ্ডের পিথোরাগড়। সেই সপ্তাহেই আরেকবার কম্পন অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপাল হলেও দিল্লিতেও কম্পণ অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পণের মাত্রা ছিল ৬.৩। ভারতে কোনও ক্ষতি না হলেও, নেপালে সেই ভূমিকম্পে মৃত্যু হয় ৬ জনের। আহত হন ৮ জন।