উত্তরাখণ্ডের আলমোড়ায় এমনই এক কুকুরের কথা জানা গিয়েছে, যার IQ তাক লাগিয়ে দিতে পারে।
সাধারণ ভারতীয় প্রজাতির এই কুকুরটি মনিবের কথা মতো সেলাম করতে পারে, মৃতের অভিনয় করতে পারে আবার কোনও দুষ্টুমির শাস্তি দিলেও তা মাথা পেতে নেয়।
আলমোড়ার জোশিখোলার বাসিন্দা তুষার খত্রী এই কুকুরের মালিক। কুকুরটির নাম তিনি রেখেছেন বরখা। তুষারের বাড়িতে প্রতিপালিত হয় মোট চারটি রাস্তার কুকুর। তিন বছর আগে পান্ডেখোলা এলাকা থেকে বরখাকে পেয়েছিলেন, তখন তার বয়স মাত্র ১০-১৫ দিন। রাস্তা থেকে তুলে আনার পর তুষারের বাড়িতেই যত্নে বাড়ছে সে। মানুষের ভাষা বুঝতে শিখে গিয়েছে। বরখার উচ্চ IQ দেখে সকলেই তাজ্জব বনে যান।
advertisement
তুষার জানায় যে বরখা যেকোনও অতিথিকে শুভেচ্ছা জানায়। বরখা যদি সেনাবাহিনীতে যোগ দেয় এবং সীমান্তে গুলিবিদ্ধ হয়, তাহলে কেমন হবে, একথা বললেই বরখা মারা যাওয়ার ভান করে। এমনকী তুষার অনেক সময়ই জিজ্ঞাসা করেন, বরখার বিয়ে হয়ে গেলে সে কেমন ভাবে তুষারের কাঁধে মাথা রেখে কাঁদবে? তখন বরখাও তুষারের কাঁধে মাথা রেখে বসে।
আরও পড়ুন: পুজোর ছুটিতে ঘুরে আসুন মোগলমারি বৌদ্ধ বিহার, কলকাতার খুব কাছে রয়েছে ইতিহাসের নিদর্শন
এমনকী দুষ্টুমি করলে বরখাকে শাস্তিও দেন তুষার। সেই সময় বরখা তার সামনের পা দুটো দেয়ালে রেখে দাঁড়ায় যতক্ষণ না পর্যন্ত তাঁর শাস্তির মেয়াদ শেষ হচ্ছে।
তুষার বলেন, বরখা একটি দেশি জাতের স্ত্রী কুকুর। কিন্তু তার IQ খুবই বেশি। তিনি আবেদন জানিয়েছেন, যে সমস্ত মানুষ জীবজন্তু ভালবাসেন এবং বাড়িতে কুকুর পুষতে চান, তাঁরা যেমন দামি বিদেশি কুকুরের পরিবর্তে রাস্তার কুকুর দত্তক নেন। যাতে দেশীয় কুকুররাও ভাল ভাবে বাঁচতে পারে। তুষার নিজে চারটি কুকুর পোষ্য রেখেছেন। সবই ভারতীয়। আরও কুকুর দত্তক নেওয়ার কথাও তিনি ভাবছেন।
