TRENDING:

PM CARES Fund: অভিযোগের অন্ত নেই বিরোধীদের, কিন্তু পিএম কেয়ার্স ফান্ডে অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়েছে তাদের রাজ্যেও

Last Updated:

PM CARES Fund Always on Opposition's Target: পিএম কেয়ার্স তহবিলের টাকাতেই যখন দেশের বিভিন্ন জায়গায় অক্সিজেন প্ল্যান্ট (Oxygen Plant) তৈরি হল, তখন তা দিব্যি ধুমধামের সঙ্গে উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী নেতারাই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Aman Sharma
Photo: PTI
Photo: PTI
advertisement

নয়াদিল্লি: পিএম কেয়ার্স ফান্ড (PM Cares Fund) সব সময়ই বিরোধী দলগুলোর নিশানায় থাকে৷ অথচ সেই পিএম কেয়ার্স তহবিলের টাকাতেই যখন দেশের বিভিন্ন জায়গায় অক্সিজেন প্ল্যান্ট (Oxygen Plant) তৈরি হল, তখন তা দিব্যি ধুমধামের সঙ্গে উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী নেতারাই ৷ এমনই চিত্র দেখা গেল গত কাল অর্থাৎ বুধবার৷

advertisement

সম্প্রতি ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৩৫টি অক্সিজেন প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ আর পিএম কেয়ার্স ফান্ড-এর টাকা দিয়েই সব ক'টি অক্সিজেন প্ল্যান্ট বানানো হয়েছে ৷ আজ, বৃহস্পতিবার ভার্চুয়াল ভাবে তা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ কিন্তু তার ঠিক আগের দিন অর্থাৎ বুধবার দিল্লি সরকার এবং ঝাড়খণ্ড সরকারের নেতারাই নিজেদের রাজ্যের অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করে ফেললেন ৷ যার মধ্যে একাধিক অক্সিজেন প্ল্যান্টই তৈরি হয়েছে পিএম কেয়ার্স ফান্ডের টাকায় ৷

advertisement

এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের একটি সূত্র বলছে, “চিরকাল পিএম কেয়ার্সের বিরুদ্ধে সুর চড়িয়ে এল বিরোধীরা৷ অথচ সেই পিএম কেয়ার্সের টাকাতেই তৈরি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করল তারা ৷ শুধু তা-ই নয়, আবার সমস্ত কৃতিত্বটা নিজেরাই নিল ৷”

আরও পড়ুন- এক চিঠিতেই বাড়ল চাপ, কুণাল ঘোষের লিখিত বয়ানে ত্রিপুরা পুলিশের অন্দরে আলোড়ন

advertisement

কেন্দ্রীয় সরকারের একটি সূত্র News18-কে জানিয়েছে, গত ৬ অক্টোবর দিল্লি সরকারের মন্ত্রীরা মোট ২৭টি অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করেছেন ৷ যার মধ্যে ১৪টি প্ল্যান্ট তৈরি হয়েছে পিএম কেয়ার্সের টাকায় ৷ আর বাকিগুলি বানানো হয়েছে অন্যান্য শিল্প সংস্থার টাকায় ৷ সেই সূত্রটি আরও জানিয়েছে, দিল্লি সরকারের তরফে এই সংক্রান্ত একটা বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল৷ কিন্তু অক্সিজেন প্ল্যান্টগুলি বানাতে পিএম কেয়ার্সের যে অবদান, তার কোনও উল্লেখই ছিল না সেই বিজ্ঞাপনে ৷

advertisement

দিল্লি বিজেপি-র জেনারেল সেক্রেটারি কুলজিৎ সিং চাহাল (Kuljeet Singh Chahal) জানিয়েছেন, দিল্লি সরকারের মন্ত্রীরা বুধবার যে ক’টা অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করলেন, তার মধ্যে বেশির ভাগই তৈরি হয়েছে পিএম কেয়ার্স ফান্ডের টাকায় ৷ শুধু তা-ই নয়, দিল্লি সরকারই এই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছে৷ এর মধ্যে কয়েকটি প্ল্যান্টের একটি ভিডিও-ও প্রকাশ করেছেন চাহাল ৷

আবার ঝাড়খণ্ডেও একই চিত্র দেখা গিয়েছে৷ ৬ অক্টোবর, বুধবার রাজ্যের ২৭টি অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট উদ্বোধন করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী৷ আর এই সব প্ল্যান্টই তৈরি হয়েছে পিএম কেয়ার্স তহবিলের টাকায়৷ যদিও ঝাড়খণ্ড সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল যে, এই প্ল্যান্টগুলি পিএম কেয়ার্স তহবিলের টাকাতেই বানানো হয়েছে৷ তবে এই ঘটনায় ঝাড়খণ্ড সরকারের কড়া নিন্দা করে ওই রাজ্যের বিজেপি নেতারা বলেন, “সারা দেশে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর৷ আর তার আগের দিনই রাজ্যের মুখ্যমন্ত্রী এই কাজ সেরে ফেললেন৷”

আরও পড়ুন-কাশ্মীরে জঙ্গিদের হত্যালীলা চলছেই, স্কুলে ঢুকে ২ শিক্ষককে গুলি করে মারল দুষ্কৃতীরা !

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দেশের ৩৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বৃহস্পতিবার ৩৫টি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সব প্ল্যান্ট তৈরি হয়েছে পিএম কেয়ার্স তহবিলের টাকায়৷ উত্তরাখণ্ডের এইমস ঋষিকেশে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল৷ ওই অনুষ্ঠানে মোদি বলেন, “আমাদের দেশের সব জেলাতেই এখন কমিশনড পিএসএ অক্সিজেন প্ল্যান্ট থাকবে৷”

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
PM CARES Fund: অভিযোগের অন্ত নেই বিরোধীদের, কিন্তু পিএম কেয়ার্স ফান্ডে অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়েছে তাদের রাজ্যেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল