TRENDING:

গণপিটুনি রুখতে বন্ধ হোক গোমাংস ভক্ষণ, অভিনব সমাধান দিলেন সঙ্ঘের নেতা

Last Updated:

গণপিটুনি রুখতে বন্ধ হোক গোমাংস ভক্ষণ, অভিনব সমাধান দিলেন সঙ্ঘের নেতা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:   আলওয়ার গণপিটুনি নিয়ে তোলপাড় দেশ । ইতিমধ্যেই তদন্তে গাফিলতি নিয়ে গঠিত হয়েছে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি | সোমবারই সুপ্রিম কোর্টে আলওয়ারে ধারাবাহিকভাবে গণপিটুনির ঘটনার পর রাজস্থান সরকারের বিরুদ্ধে জারি হয়েছে অবমাননার মামলা । গণপিটুনি নিয়ে সুপ্রিম কোর্টও জারি করেছে কঠোর নির্দেশিকা । কিন্তু গণপিটুনি নিয়ে বিতর্ক থামছেনা । এবার এই বিতর্ককে আরও একধাপ উস্কে দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নেতা ইন্দ্রেশ কুমার ।
advertisement

সোমবার  রাঁচির হিন্দু জাগরণ মঞ্চের উদ্বোধনে ইন্দ্রেশ জানিয়েছেন মানুষ গোমাংস ভক্ষণ করা থেকে বিরত থাকলেই আর গণপিটুনির ঘটনা ঘটবে না । তিনি আরও বলেন, দেশে গোরু হত্যা বন্ধ করলে দারিদ্র্য ও সবপ্রকারের হিংসাই বন্ধ হয়ে যাবে । তাদেরকে বাঁচিয়ে রাখাটা প্রত্যেকের কর্তব্য। যীশুর জন্ম হয়েছিল গোয়ালে, সেই কারণে খ্রীষ্টধর্মেও গোরুকে পবিত্র বলা হয়। মক্কা ও মদিনাতেও গোহত্যা একটি অপরাধ । তাই গোহত্যা ও গোমাংস ভক্ষণ করা বন্ধ করলেই এই প্রকারের ঘটনা আর ঘটবে না ।

advertisement

আরও পড়ুন: দেশে মেয়েদের নিরাপত্তা নেই, গরু বাঁচাতেই ব্যস্ত বিজেপি, দাবি উদ্ধব ঠাকরের

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

এখানেই থেমে থাকেননি ইন্দ্রেশ । গণপিটুনি বা হিংসামূলক ঘটনা আটকাতে সঠিক সংস্কার মেনে চলাটাও জরুরি, বলেছেন তিনি । গণপিটুনির ঘটনার জন্য যদি হিন্দুধর্মকে সাম্প্রদায়িক তকমা পেতে হয়, তাহলে বিশ্বের অন্যান্য ধর্মগুলিও সাম্প্রদায়িক, মন্তব্য ইন্দ্রেশের ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গণপিটুনি রুখতে বন্ধ হোক গোমাংস ভক্ষণ, অভিনব সমাধান দিলেন সঙ্ঘের নেতা