সোমবার রাঁচির হিন্দু জাগরণ মঞ্চের উদ্বোধনে ইন্দ্রেশ জানিয়েছেন মানুষ গোমাংস ভক্ষণ করা থেকে বিরত থাকলেই আর গণপিটুনির ঘটনা ঘটবে না । তিনি আরও বলেন, দেশে গোরু হত্যা বন্ধ করলে দারিদ্র্য ও সবপ্রকারের হিংসাই বন্ধ হয়ে যাবে । তাদেরকে বাঁচিয়ে রাখাটা প্রত্যেকের কর্তব্য। যীশুর জন্ম হয়েছিল গোয়ালে, সেই কারণে খ্রীষ্টধর্মেও গোরুকে পবিত্র বলা হয়। মক্কা ও মদিনাতেও গোহত্যা একটি অপরাধ । তাই গোহত্যা ও গোমাংস ভক্ষণ করা বন্ধ করলেই এই প্রকারের ঘটনা আর ঘটবে না ।
advertisement
আরও পড়ুন: দেশে মেয়েদের নিরাপত্তা নেই, গরু বাঁচাতেই ব্যস্ত বিজেপি, দাবি উদ্ধব ঠাকরের
এখানেই থেমে থাকেননি ইন্দ্রেশ । গণপিটুনি বা হিংসামূলক ঘটনা আটকাতে সঠিক সংস্কার মেনে চলাটাও জরুরি, বলেছেন তিনি । গণপিটুনির ঘটনার জন্য যদি হিন্দুধর্মকে সাম্প্রদায়িক তকমা পেতে হয়, তাহলে বিশ্বের অন্যান্য ধর্মগুলিও সাম্প্রদায়িক, মন্তব্য ইন্দ্রেশের ।