TRENDING:

'বল্লভভাই না-থাকলে চারমিনার দেখতেও ভিসা লাগত'

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সুরাট: বিশ্বের সর্বোচ্চ মূর্তি 'স্ট্যাচু অফ ইউনিটি' উন্মোচনের অনুষ্ঠানে সর্দার বল্লভভাই পটেলকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, সর্দার বল্লভভাই প্যাটেল দেশকে একতা না-করলে আজ গির-এর সিংহ বা হায়দরাবাদের চারমিনার দেখতেও ভিসা লাগত৷
advertisement

বুধবারই গুজরাটের কাবাড়িয়ায় সর্দার প্যাটেলের মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী৷ বিশ্বের সবচেয়ে উঁচু এই মূর্তির উচ্চতা প্রায় ৬০০ ফুট৷ লৌহমানবের সাহসিকতাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, 'এই মূর্তি তৈরির উদ্দেশ্য হল, গোটা বিশ্বকে জানানো, ভারত এক ছিল, এক আছে, এক থাকবে৷'

বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি৷ মার্কিন মুলুকের স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও উঁচু৷ মূর্তিটি তৈরি করেছে ইনজিনিয়ারিং সংস্থা L&T৷ এমন ভাবে তৈরি করা হয়েছে, রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্পেও কোনও ক্ষতি হবে না মূর্তির৷ এমন একটি জায়গায় মূর্তিটি রাখা হচ্ছে, যেখানে মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রের সংযোগস্থল৷ ১৩৫ মেট্রিক টন লোহা লেগেছে৷ প্রধানমন্ত্রী এই মূর্তিকে ভারতের ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির প্রতীক বলেও অভিহিত করেন৷ গুজরাটের নর্মদা জেলায় সর্দার সরোবর বাঁধের কাছে এই মূর্তি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ওজন কমাতে গিয়ে ঘুরে গেল ভাগ্য! পাওয়ার লিফটিংয়ে সোনা জয় আসানসোলের মেয়ের
আরও দেখুন

২০১০ সালে আহমেদাবাদে পুরভোটের মুখে মূর্তিটি তৈরির কথা ঘোষণা করেছিলেন গুজরাটের তত্‍কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ১ লক্ষ ৬৯ হাজারটি গ্রামের প্রায় ১ কোটি কৃষক ১২৯ টন লোহা দান করেছেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
'বল্লভভাই না-থাকলে চারমিনার দেখতেও ভিসা লাগত'