দিল্লিতে মদের উপর ৭০ শতাংশ মহামারি কর চাপানো হয়েছে৷ পশ্চিমবঙ্গ-সহ সব রাজ্যেও আফগারি দফতর মদের দাম বাড়িয়েছে৷ তবু নেশার দাম লাখ টাকা! মানুষের ভিড়ে মনে হয়নি, দাম বেড়েছে৷ এ হেন মদ বেচে রাজ্যগুলিও রাজস্ব করছে দেদার৷ এমনিতেই মদ থেকে ভালো টাকা আয় করে বেশ কিছু রাজ্য৷ করোনা ও তার জেরে লকডাউনে যেন শাপে বর হল৷ এক লাফে কোটি কোটি টাকা রাজস্ব আদায়৷
advertisement
মদ বিক্রি করে কোন রাজ্যের কেমন আয় দেখুন৷ উত্তরপ্রদেশ ২০১৮-১৯ সালে মদ বিক্রি করে আয় করেছিল ২৫ হাজার ১০০ কোটি টাকা৷ ২০১৯-২০ সালে তা বেড়ে হয়েছে ৩১ হাজার ৫১৭ কোটি টাকা৷ কর্নাটক ২০১৮-১৯ সালে মদ থেকে আয় করেছিল ১৯ হাজার ৭৫০ কোটি টাকা৷ ২০১৯-২০ সালে তা বেড়ে হয় ২০ হাজার ৯৫০ কোটি টাকা৷
মহারাষ্ট্র ২০১৮-১৯ সালে মদ বিক্রি থেকে আয় করেছিল ১৫ হাজার ৩৪৩ কোটি টাকা৷ ২০১৯-২০ সালে তা বেড়ে হয়েছে ১৭ হাজার ৪৭৭ কোটি টাকা৷ পশ্চিমঙ্গের ২০১৮-১৯ সালে মদ থেকে আয় ছিল ১০ হাজার ৫৫৪ কোটি টাকা, ২০১৯-২০ সালে তা বেড়ে হয়েছে ১১ হাজার ৮৭৪ কোটি টাকা৷
তেলঙ্গানার ২০১৮-১৯ সালে মদ বিক্রি থেকে রাজস্ব আদায় ছিল ১০ হাজার ৩১৪ কোটি টাকা, ২০১৯-২০ সালে তা বেড়ে হয়েছে ১০ হাজার ৯০১ কোটি টাকা৷