TRENDING:

'সংসদে পাস হয়েছে, CAA রুখে দেওয়ার ক্ষমতা নেই কোনও রাজ্যের,' হুঁশিয়ারি কেন্দ্রীয় আইনমন্ত্রীর

Last Updated:

কেরল বিধানসভায় একটি রেজোলিউশন পাস হয়েছে, তাতে বলা হয়েছে, সংশোধিত নাগরকিত্ব আইন বাতিল করতে হবে কেন্দ্রীয় সরকারকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বছরের প্রথম দিনেই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ বিরোধী দল শাসিত রাজ্য সরকারগুলিতে আইনমন্ত্রীর চ্যালেঞ্জ, কোনও রাজ্য সিএএ রুখতে পারে না৷ একই তাঁর দাবি, নতুন নাগরিকত্ব আইন কোনও ভারতীয় নাগরিকের নাগরিকত্ব কাড়বে না৷
advertisement

তাঁর কথায়, 'আমি সিএএ-কে সমর্থন করি৷ কেউ কেউ না বুঝেই বিরোধিতা করছে৷ সবচেয়ে আশ্চর্যজনক হল, কংগ্রেস বুঝতেই চাইছে না৷ সিপিআই, সিপিআইএম-ও বুঝতে চাইছে না৷ সিএএ কোনও ভারতীয় নাগরিকের উপর লাগু হবে না৷ কাউকে নাগরিকত্ব দেবে না, কারও থেকে নাগরিকত্ব ছিনিয়েও নেবে না৷ উগান্ডা থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব দিয়েছিলেন ইন্দিরা গান্ধি৷ শ্রীলঙ্কা থেকে আসা তামিলদেরও নাগরিকত্ব দিয়েছিলেন রাজীব গান্ধি৷ ওই একই কাজ প্রধানমন্ত্রী মোদিও করছেন, তা কেন খারাপ, বুঝতে পারছি না৷'

advertisement

এরপরই সংসদের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, 'নাগরিকত্ব সংক্রান্ত আইন পাস হয়েছে সংসদে৷ কোনও রাজ্যের বিধানসভায় নয়৷ কোনও রাজ্য এই আইন রুখতে পারে না৷'

প্রসঙ্গত,  কেরল বিধানসভায় একটি রেজোলিউশন পাস হয়েছে, তাতে বলা হয়েছে, সংশোধিত নাগরকিত্ব আইন বাতিল করতে হবে কেন্দ্রীয় সরকারকে৷

দেশজুড়েই এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে৷ ৬০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে৷

advertisement

সংশোধিত নাগরিকত্ব আইন ২০১৯-এ বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের জেরে শরণার্থী হিন্দু, পার্সি, শিখ, খ্রিস্টান ও বৌদ্ধদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে৷ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ভারতে আসা শরণার্থীদেরই ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
'সংসদে পাস হয়েছে, CAA রুখে দেওয়ার ক্ষমতা নেই কোনও রাজ্যের,' হুঁশিয়ারি কেন্দ্রীয় আইনমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল