TRENDING:

লকডাউনের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লকডাউন চলছে গোটা দেশ জুড়ে । করোনা সংক্রমণ গোটা দেশের মতোই ছড়িয়েছে রাজ্যেও । সরকারি হিসবে রাজ্যে মৃতের সংখ্যা ১০ ছুঁয়েছে । ফলে রাজ্যের বিভিন্ন এলাকা হটস্পট ঘোষণা করে এবং সিল করে করোনাকে জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার । করোনা মোকাবিলায় নানা উল্ল্যেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ এপ্রিল থেকে রাজ্যে সমস্ত চটকল খোলার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি, বেশকিছু দোকান, কারখানাও চালু করার আশ্বাস দিয়েছেন তিনি ।
advertisement

এবার রাজ্য সরকারি কর্মীদের জন্যও নতুন একটি নির্দেশিকা আনলেন মুখ্যমন্ত্রী । বাড়ল রাজ্য সরকারি কর্মীদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার সময়সীমা। সম্পত্তির হিসাব জমা দেওয়ার সময়সীমা ৩০ জুন করা হল। এদিন নবান্নে সাংবাধিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এমনিতে প্রত্যেক বছর এপ্রিল মাসের মধ্যে সম্পত্তির হিসাব দিতে হয় । কিন্তু এবার পরিস্থিতি একেবারে আলাদা । লকডাউনের জেরে সরকারি অফিস ছুটি । তাই পরিস্থিতির কথা বিবেচনা করে হিসেব জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর কথা বলা হয়েছে। একইসঙ্গে সম্পত্তি দলিলের ক্ষেত্রে ই-রেজিস্ট্রেশনও শুরু হয়েছে। এই কাজ বাড়িতে বসেই করা যাবে। অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে হবে। তবে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এখন বায়োমেট্রিক নেওয়া যাচ্ছে না। তাই লকডাউন উঠে গেলে সংশ্লিষ্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক দিয়ে প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করতে হবে। তার আগে ডিজিটাল পেপার ব্যবহার করা যাবে। রেজিস্ট্রেশনের টাকাও আরও ২০ শতাংশ কমিয়ে দিয়েছে রাজ্য সরকার।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
লকডাউনের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল