TRENDING:

BMC Election results: BMC নির্বাচনে জয়ী গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর! রয়েছে আরও একাধিক ফৌজদারি মামলা

Last Updated:

BMC Election results: BMC নির্বাচনে জিতলেন গৌরী লঙ্কেশের হত্যায় অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর। এই শ্রীকান্ত পাঙ্গারকর সাংবাদিক গৌরি লঙ্কেশ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত, তিনি জলনা পৌর সংস্থার নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়ে জয়ী হয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: BMC নির্বাচনে জিতলেন গৌরী লঙ্কেশের হত্যায় অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর। এই শ্রীকান্ত পাঙ্গারকর সাংবাদিক গৌরি লঙ্কেশ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত, তিনি জলনা পৌর সংস্থার নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়ে জয়ী হয়েছেন।
শ্রীকান্ত পাঙ্গারকর X/ANI
শ্রীকান্ত পাঙ্গারকর X/ANI
advertisement

তবে শুধু গৌরী লঙ্কেশ হত্যা মামলাই নয়, পাঙ্গারকর, নালাসোপারা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের মামলাতেও অভিযুক্ত। শ্রীকান্ত পাঙ্গারকর জলনা পৌর সংস্থার একটি ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। তাঁর মতো দাগী প্রার্থীর নির্বাচন জয়ের ফলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: SIR প্রক্রিয়ায় ফের সময়সীমা বাড়াল কমিশন! অভিযোগ জমা এবং নিষ্পত্তি করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত

advertisement

এই ঘটনা ফের জন প্রতিনিধিদের যোগ্যতা, প্রার্থীদের কেরিয়ার যাচাই এবং ভোটারদের সচেতনতা নিয়ে বিতর্ককে উসকে দিয়েছে। বিশেষ করে পাঙ্গারকর যখন গুরুতর অপরাধে অভিযুক্ত, তার ফের নির্বাচনে জিতে যাওয়া বিতর্কের সৃষ্টি করেছে। তবুও, নির্বাচন কর্মকর্তারা বলেছেন, কোনও অভিযুক্ত, যিনি দোষী সাব্যস্ত হননি, তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনও আইনি বাধা নেই।

advertisement

শেষ পাওয়ার খবর অনুযায়ী, বিএমসি-র ২২৭ টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে ৯৫টি ওয়ার্ডে৷ একনাথ শিণ্ডের শিবসেনা ২৯টিতে৷ উদ্ধব ঠাকরের শিবসেনা এগিয়ে ৭১টি ওয়ার্ডে, রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ১০টি ওয়ার্ডে৷ মুম্বইয়ে খাতা খুলতে পারেনি এনসিপি-র কোনও পক্ষই৷ পুণের পওয়ার-ও হাতছাড়া তাদের৷ মুম্বইয়ের মতো পুণে পুরসভাও দখল করতে চলেছে বিজেপি৷

সেরা ভিডিও

আরও দেখুন
বাবার লড়াই বুঝতে ফুচকা হাতে মেয়ে! শান্তিপুরের স্কুলে কঠিন জীবনের পাঠ নিল পড়ুয়ারা
আরও দেখুন

গত ১৫ জানুয়ারি মহারাষ্ট্রের ২৯টি পুরসভায় হয় ভোটগ্রহণ৷ তার মধ্যে মুম্বই, পুণে এবং ঠাণে পুরসভার দিকে রাজনৈতিক কারণেই নজর ছিল বেশি৷ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয় গণনা পর্ব৷ ১২টার মধ্যেই পরিষ্কার হয়ে যায় ছবি৷ সাড়ে ১২টার মধ্যেই ২২৭ ওয়ার্ডের পুরসভার ম্যাজিক ফিগার টপকে তিন অঙ্কে পৌঁছে যায় বিজেপি নেতৃতাধীন ‘মহাজুটি’ জোট৷ অপরদিকে, তখনও সেই ৬৪-এই আটকে উদ্ধবের শিবসেনা৷ কংগ্রেস আটকে ১৪-এ৷ পুণে এবং নাগপুরেও তখন এগিয়ে বিজেপি৷ শিন্ডের শিবসেনা এগিয়ে পুণে পুরসভায়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
BMC Election results: BMC নির্বাচনে জয়ী গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর! রয়েছে আরও একাধিক ফৌজদারি মামলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল