শান্তাকুমারন শ্রীসন্থ ৷ তাঁকে আদতেই অল-রাউন্ডার বলা যেতে পারে ৷ বেটিং কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়ায় আপাতত ক্রিকেট থেকে নির্বাসনে তিনি ৷ ক্রিকেট ছাড়াও ডান্সার হিসাবেও খ্যাতি রয়েছে তাঁর ৷ এবার পা রাখলেন রাজনীতিতেও ৷
#তিরুবনন্তপুরম: শান্তাকুমারন শ্রীসন্থ ৷ তাঁকে আদতেই অল-রাউন্ডার বলা যেতে পারে ৷ বেটিং কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়ায় আপাতত ক্রিকেট থেকে নির্বাসনে তিনি ৷ ক্রিকেট ছাড়াও ডান্সার হিসাবেও খ্যাতি রয়েছে তাঁর ৷ এবার পা রাখলেন রাজনীতিতেও ৷ শ্রীসন্থ যে এবছর কেরল বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হচ্ছেন, তা কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ৷ অবশেষে পরিবারের সম্মতি নিয়ে শ্রীসন্থ ঘোষণা করলেন তিনি নির্বাচনে লড়ছেন ৷ কেরলের রাজধানী তিরুবনন্তপুরমেই প্রার্থী হচ্ছেন শ্রীসন্থ ৷রাজনীতিতে সরকারিভাবে যোগ দিয়েই প্রাক্তন ভারতীয় পেসার জানিয়ে দেন ম্যাচ গড়াপেটা নিয়ে তাঁর দিকে যে অভিযোগ ছিল সেখানে আদালত তাঁকে নির্দোষ বলেছে। এমন অবস্থায় তাঁকে আর এই বিষয়টি নিয়ে আক্রমণ করা যাবে না।