TRENDING:

Special Train Service: আজ ১০ টি স্পেশাল ট্রেন পরিষেবা পাবেন দূরপাল্লার এই বিশেষ রুটে! জানুন বিশদে

Last Updated:

Special Train Service: যাত্রীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে পাবলিক অ্যানাউন্সমেন্ট ব্যবস্থা, ট্রেন ডিসপ্লে বোর্ড, সিটিং এরিয়া ও সিসিটিভি ক্যামেরা সহ নির্ধারিত ওয়েটিং এরিয়ার ব্যবস্থা করা হয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ছট উৎসবের পর রেলওয়ে স্টেশনগুলিতে যাত্রীদের ভিড়ের প্রতি লক্ষ রেখে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে ১১ নভেম্বর, ২০২৪ তারিখে দশটি স্পেশাল ট্রেন পরিষেবা পরিচালন করা হবে।১১ নভেম্বর, ২০২৪ তারিখের জন্য স্পেশাল ট্রেনের বিবরণ: ট্রেন নং. ০৫৭৪৪ (কাটিহার-ছাপড়া) স্পেশাল কাটিহার থেকে ১৬:০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০০:২০ ঘণ্টায় ছাপড়া পৌঁছবে ট্রেন নং. ০৫৭৩৮ (কাটিহার-গোমতি নগর) স্পেশাল কাটিহার থেকে ১১:২৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৭:১৫ ঘণ্টায় গোমতি নগর পৌঁছবে। ট্রেন নং. ০৭৫৪১ (কাটিহার-দৌরাম মধেপুরা) স্পেশাল কাটিহার থেকে ১৯:০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ২২:০০ ঘণ্টায় দৌরাম মধেপুরা পৌঁছবে। ট্রেন নং. ০৭৫৪০ (কাটিহার-মনিহারী) স্পেশাল কাটিহার থেকে ২০:৩০ ঘণ্টায় রওনা দিয়ে ২১:৩০ ঘণ্টায় মনিহারী পৌঁছবে।
স্টেশনগুলিতে সংগঠিত ও স্মুথ বোর্ডিং ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে
স্টেশনগুলিতে সংগঠিত ও স্মুথ বোর্ডিং ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে
advertisement

পাশাপাশি, ট্রেন নং. ০৫৭৪১ (গোমতি নগর-নিউ জলপাইগুড়ি) স্পেশাল গোমতি নগর থেকে ০৯:২০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১০:৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ট্রেন নং. ০৫৬৩৮ (শিলচর-নাহরলগুন) স্পেশাল শিলচর থেকে ১৩:৫০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৮:৪০ ঘণ্টায় নাহরলগুন পৌঁছবে। ট্রেন নং. ০৮১৮১ (টাটানগর-কাটিহার) স্পেশাল টাটানগর থেকে ২২:৪০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৫:১৫ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। ট্রেন নং. ০৮৬২৫ (পূর্ণিয়া কোর্ট-রাঁচি) স্পেশাল পূর্ণিয়া কোর্ট থেকে ১২:১০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৫:৩০ ঘণ্টায় রাঁচি পৌঁছবে। ট্রেন নং. ০৭০৩০ (সেকেন্দ্রাবাদ-আগরতলা) স্পেশাল সেকেন্দ্রাবাদ থেকে ১৬:৩৫ ঘণ্টায় রওনা দিয়ে ১৪ নভেম্বর, ২০২৪ তারিখের ০৩:১০ ঘণ্টায় আগরতলা পৌঁছবে।

advertisement

আরও পড়ুন : দিনে গরম, রাত-ভোরে ঠান্ডা ঠান্ডা! বাংলায় শীত কবে থেকে? আবহাওয়ার বড় খবর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরও আছে তালিকায়। ট্রেন নং. ০৫৭৯৮ (যোগবানী-অমৃতসর) স্পেশাল যোগবানী থেকে ২০:২০ ঘণ্টায় রওনা দিয়ে ১৩ নভেম্বর, ২০২৪ তারিখের ১৩:৪০ ঘণ্টায় অমৃতসর পৌঁছবে।যাত্রীদের সুবিধার্থে স্টেশনগুলিতে ব্যাপক ব্যবস্থা প্রদান করা হয়েছে। ট্রেনে যাত্রীদের সহজ ওঠা-নামা করার জন্য রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) পক্ষ থেকে স্টেশনগুলিতে সংগঠিত ও স্মুথ বোর্ডিং ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে পাবলিক অ্যানাউন্সমেন্ট ব্যবস্থা, ট্রেন ডিসপ্লে বোর্ড, সিটিং এরিয়া ও সিসিটিভি ক্যামেরা সহ নির্ধারিত ওয়েটিং এরিয়ার ব্যবস্থা করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Special Train Service: আজ ১০ টি স্পেশাল ট্রেন পরিষেবা পাবেন দূরপাল্লার এই বিশেষ রুটে! জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল