পাশাপাশি, ট্রেন নং. ০৫৭৪১ (গোমতি নগর-নিউ জলপাইগুড়ি) স্পেশাল গোমতি নগর থেকে ০৯:২০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১০:৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ট্রেন নং. ০৫৬৩৮ (শিলচর-নাহরলগুন) স্পেশাল শিলচর থেকে ১৩:৫০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৮:৪০ ঘণ্টায় নাহরলগুন পৌঁছবে। ট্রেন নং. ০৮১৮১ (টাটানগর-কাটিহার) স্পেশাল টাটানগর থেকে ২২:৪০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৫:১৫ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। ট্রেন নং. ০৮৬২৫ (পূর্ণিয়া কোর্ট-রাঁচি) স্পেশাল পূর্ণিয়া কোর্ট থেকে ১২:১০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৫:৩০ ঘণ্টায় রাঁচি পৌঁছবে। ট্রেন নং. ০৭০৩০ (সেকেন্দ্রাবাদ-আগরতলা) স্পেশাল সেকেন্দ্রাবাদ থেকে ১৬:৩৫ ঘণ্টায় রওনা দিয়ে ১৪ নভেম্বর, ২০২৪ তারিখের ০৩:১০ ঘণ্টায় আগরতলা পৌঁছবে।
advertisement
আরও পড়ুন : দিনে গরম, রাত-ভোরে ঠান্ডা ঠান্ডা! বাংলায় শীত কবে থেকে? আবহাওয়ার বড় খবর
আরও আছে তালিকায়। ট্রেন নং. ০৫৭৯৮ (যোগবানী-অমৃতসর) স্পেশাল যোগবানী থেকে ২০:২০ ঘণ্টায় রওনা দিয়ে ১৩ নভেম্বর, ২০২৪ তারিখের ১৩:৪০ ঘণ্টায় অমৃতসর পৌঁছবে।যাত্রীদের সুবিধার্থে স্টেশনগুলিতে ব্যাপক ব্যবস্থা প্রদান করা হয়েছে। ট্রেনে যাত্রীদের সহজ ওঠা-নামা করার জন্য রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) পক্ষ থেকে স্টেশনগুলিতে সংগঠিত ও স্মুথ বোর্ডিং ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে পাবলিক অ্যানাউন্সমেন্ট ব্যবস্থা, ট্রেন ডিসপ্লে বোর্ড, সিটিং এরিয়া ও সিসিটিভি ক্যামেরা সহ নির্ধারিত ওয়েটিং এরিয়ার ব্যবস্থা করা হয়েছে।