TRENDING:

মহাতাবপুরের তন্ত্রপীঠ, অস্থি দিয়ে তৈরি প্রতিমা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেদিনীপুর: মেদিনীপুরের মহাতাবপুরে উগ্রতারার তন্ত্রপীঠ। শোনা যায়, প্রায় দেড়শো বছর আগে বেনারস থেকে এক পুরোহিত এসে এক যুগলের অস্থি দিয়ে উগ্রতারা মূর্তি প্রতিষ্টা করেছিলেন। তারপর থেকে তন্ত্র মতেই চলছে দেবীর আরাধনা।
advertisement

প্রায় দেড়শো বছর আগে বেনারস থেকে মেদিনীপুরের মহাতাবপুরে এসেছিলেন পশুপতি মুখোপাধ‍্যায়। মহাতাবপুর শ্মশানে এক যুগলের মৃতদেহের অস্থি দিয়ে উগ্রতারা মূর্তির প্রতিষ্টা করেন তিনি। এরপরই তন্ত্রপীঠ হয়ে ওঠে মেদিনীপুরের মহাতাবপুর।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দেবী মূর্তিতেও রয়েছে চমক। শিব এখানে শায়িত রয়েছেন শবদেহের উপর। প্রতি ১২ বছরে একবার হয় দেবীর বিসর্জন। পুরোন হাড়ের ওপরই তৈরি হয় দেবীর নতুন কলেবর। শব সাধনার জন‍্য মন্দিরে রয়েছে পাঁচটি খুলি দিয়ে তৈরি পঞ্চমুন্ডি আসন। কালীপুজোর রাতে এখানে চালকুমড়ো, আঁখ, কলা বলি হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মহাতাবপুরের তন্ত্রপীঠ, অস্থি দিয়ে তৈরি প্রতিমা