TRENDING:

দূষণের সমস্যায় জেরবার? মাত্র ২৯৯টাকায় বিক্রি হচ্ছে বিশুদ্ধ অক্সিজেন!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দিল্লির দূষণ এখন খবরের শিরোনামে৷ বাতাসে মিশছে বিষ, দূষণের মাত্রা দিনদিন বাড়ছে৷ এই সমস্যায় নাজেহাল দিল্লিবাসী৷ সকলেই মাস্কের ব্যবহার শুরু করেছেন৷ অড-ইভেন নম্বরে গাড়ি রাস্তায় নামানের নির্দেশ দিয়েছে সরকার৷ কিন্তু তাতেও সমস্যা খুব একটা কম হয়নি৷ তবে এবার মুশকিল আসানের ভূমিকায় এগিয়ে এল দিল্লির এক বার৷ সেখানে মাত্র ২৯৯ টাকায় মিলবে বিশুদ্ধ বা ফ্রেশ অক্সিজেন!
advertisement

মে মাস থেকে আত্মপ্রকাশ করেছে এই বার৷ নাম অক্সি পিওর৷ যেমন নাম, তেমনই কাজ৷ নয়াদিল্লির সাকেত এলাকায় অবস্থিত এই অক্সিবারে ৭টি বিভিন্ন সুগন্ধিযুক্ত অক্সিজেন মিলছে৷ যেটা পছন্দ সেটাই নেওয়া যাবে৷ জলবায়ুর চাপ নিয়ন্ত্রণ করে তৈরি করা হয় এই অক্সিজেন৷ এতে শুধু শরীর তরতাজা হয় না, মনের চাপও দূরে যায়৷ দাবি মালিকপক্ষের৷

advertisement

আরও পড়ুনবাউন্ডারির সামনে আসতেই শিখরকে 'বালা বালা' বলে ডেকে উঠল দর্শক, শিখরও দিলেন প্রতিক্রিয়া,হিট TikTok ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এক একটি সুগন্ধযুক্ত অক্সিজেন এক এক রকম দাম৷ তবে ১৫ মিনিটের জন্য এই অক্সিজেনের দাম পড়বে ২৯৯ টাকা৷ তাহলে আর দেরি কেন৷ নিজেকে চনমনে রাখতে নিয়েই নিন সেন্টেড অক্সিজেন!

বাংলা খবর/ খবর/দেশ/
দূষণের সমস্যায় জেরবার? মাত্র ২৯৯টাকায় বিক্রি হচ্ছে বিশুদ্ধ অক্সিজেন!