TRENDING:

Congress Star Campaigners: তারায় তারায় রটল কংগ্রেসের নাম, সৌজন্যে হাত শিবিরের প্রথম দফার প্রার্থিতালিকা

Last Updated:

Congress Star Campaigners: উত্তরপ্রদেশের প্রথম ধাপের বিধানসভা নির্বাচনের জন্য ৩০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল কংগ্রেস ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভোট বড় বালাই৷ মাটি কামড়া লড়ছে হাত শিবির৷ উত্তরপ্রদেশের প্রথম ধাপের বিধানসভা নির্বাচনের  (UP Assembly Election) জন্য ৩০ জন তারকা প্রচারকের (Congress Star Campaigners) তালিকা প্রকাশ করল কংগ্রেস (Congress), যার মধ্যে দলের সভানেত্রী সনিয়া গান্ধি (Party President Sonia Gandhi) প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Former Prime Minister Manmohan Singh),  প্রাক্তন পার্টি প্রধান রাহুল গান্ধি (Rahul Gandhi), নবাগত কানহাইয়া কুমারের (Kanhaiya Kumar) মতো তাবড় তাবড় লোকের নাম রয়েছে ৷
Sonia, Manmohan, Rahul, Azad Among Congress Star Campaigners for First-phase Poll in UP
Sonia, Manmohan, Rahul, Azad Among Congress Star Campaigners for First-phase Poll in UP
advertisement

আরও পড়ুন-মহিলাদের ভোট পেতে গ্রামে 'মহিলা চৌপাল' আর কীর্তনের আয়োজন বিজেপির

রয়েছে রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)  হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী  ভূপিন্দর সিং হুডা (Bhupinder Singh Hooda) এবং প্রাক্তন রাজ্যসভার সদস্য রাজ বব্বরও (Raj Babbar)৷ রাজ অবশ্য তারকা প্রচারক  (Congress Star Campaigners)৷

রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলট, যিনি অশোক গেহলটের নেতৃত্বে রাজ্যে নিজের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, ৩০ জন তারকা প্রচারকদের মধ্যে তিনিও রয়েছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকেও রাখা হয়েছে তারকা প্রচারকদের মধ্যেই৷ স্টেট পার্টির প্রধান অজয়কুমার লালু,  আরাধনা মিশ্র, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ, রাজ্যসভার প্রাক্তন সদস্য প্রমোদ তিওয়ারির মতো নেতারা প্রচারের জন্য তৈরি।

advertisement

২০২৪-এর লোকসভা ভোট  বিরোধী দলগুলির পাখির চোখ। তবে তৃণমূল, কংগ্রেস, ডিএমকে, আরজেডি-সহ সমস্ত সর্বভারতীয় ও আঞ্চলিক দলগুলি জানে জোটবদ্ধ ভাবে না লড়লে বিজেপিকে সরানো  সহজ হবে না। সে কারণেই ‘২৪-এর ভোটের আগে বিজেপি বিরোধী দলগুলি এক ছাদের তলায় আসার চেষ্টা করেছে। লাভ খুব একটা হয়নি৷ আর এর সেমিফাইনাল উত্তরপ্রদেশ নির্বাচন৷ কিন্তু সেখানেই বারবার ভাঙনের সম্মুখীন হয়েছে কংগ্রেস৷ (Congress) ৷

advertisement

আরও পড়ুন-সাধের গাড়ি কিনতে গিয়ে অপমানিত হলেন কৃষক, তোলপাড় সোশ্যাল মিডিয়া!

প্রাক্তন রায়বরেলি (সদর) বিধায়ক অদিতি সিং (Aditi Singh) প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির টিকিটে৷ ট্যুইস্ট এখানেই যে, প্রিয়াঙ্কা গান্ধিকেও (Priyanka Gandhi) এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ ছু়ড়েছেন তিনি। বিজেপির টিকিটে ভোটে দাঁড়ানোর পর অদিতি তোপ দেগেছে কংগ্রেসের বিধায়কদেরও ৷ স্পষ্ট বলেছেন,  ২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের সাতজন বিধায়ক ছিলোন। তাঁরা জানেন তাঁদের বর্তমান অবস্থান কী!  সনিয়া গান্ধি যতই বলুন, ২০২৪ হল ‘আলটিমেট গোল’, তা যে যথেষ্ট চ্যালেঞ্জিং,  তা সনিয়াও জানেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কংগ্রেসের (Congress) প্রচার তালিকা দেখলেই বোঝা যায়, উত্তরপ্রদেশ নির্বাচনকে কতখানি গুরুত্ব দিচ্ছে কংগ্রেস নেতৃত্ব। সাত দফার নির্বাচনের প্রথমটি হবে ১০ ফেব্রুয়ারি৷ ১১টি জেলার ৫৮টি  বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ । প্রথম দফায় ভোট হতে চলেছে সেগুলি হল শামলি, মুজফফরনগর, বাগপত, মেরট, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর, হাপুর, বুলন্দশহর, আলিগড়, মথুরা এবং আগ্রায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Congress Star Campaigners: তারায় তারায় রটল কংগ্রেসের নাম, সৌজন্যে হাত শিবিরের প্রথম দফার প্রার্থিতালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল