TRENDING:

'আরও ৩ মাস বিনামূল্যে রেশন দেওয়া হোক,' মোদিকে দ্বিতীয় চিঠি সনিয়ার

Last Updated:

সনিয়ার দাবি, অস্থায়ী রেশন কার্ড ইস্যু করে বিনামূল্যে আরও তিন মাস খাদ্যশস্য বিতরণ করুক কেন্দ্র৷ কারণ, লক্ষ লক্ষ মানুষ দারিদ্রের কবলে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লক্ষ লক্ষ মানুষ চরম দারিদ্রের দিকে এগিয়ে যাচ্ছে৷ গরিবির কবলে কয়েক কোটি মানুষ৷ তাই আরও তিন মাসের জন্য বিনামূল্যে খাদ্যশস্য রেশনে দেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি৷ করোনা সঙ্কটে এই নিয়ে মোদিকে দুবার চিঠি লিখলেন সনিয়া৷ সনিয়ার দাবি, অস্থায়ী রেশন কার্ড ইস্যু করে বিনামূল্যে আরও তিন মাস খাদ্যশস্য বিতরণ করুক কেন্দ্র৷ কারণ, লক্ষ লক্ষ মানুষ দারিদ্রের কবলে৷
advertisement

চিঠিতে সনিয়া লিখেছেন, 'অন্তঃদয়া অন্ন যোজনায় জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় প্রতি মাসে মাথাপিছু ৫ কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে আরও ৩ মাস দিক কেন্দ্র৷ যে ভাবে লকডাউনের শুরুতে ঘোষণা করা হয়েছিল৷ অর্থাত্‍ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্তও বিনামূল্যে খাদ্যশস্য রেশনে দেওয়া হোক৷ এছাড়াও, দেশের একটা বড় অংশের গরিব পরিবারের রেশন কার্ড নেই৷ তাদের অস্থায়ী ভাবে রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করা হোক৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে প্রথম চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে লিখেছিলেন, বিশ্ববাজারে অশোধিত তেলের দাম কমা সত্ত্বেও, করোনা সঙ্কটে এই ভাবে জ্বালানির দাম বাড়ানোর কোনও যুক্তি নেই৷ অসহায় মানুষের কাছ থেকে কেন্দ্র ফায়দা তুলছে বলেও অভিযোগ করেন সনিয়া৷

বাংলা খবর/ খবর/দেশ/
'আরও ৩ মাস বিনামূল্যে রেশন দেওয়া হোক,' মোদিকে দ্বিতীয় চিঠি সনিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল