বেআইনিভাবে সম্পত্তি বাজেয়াপ্ত করার অভিযোগে ন্যাশনাল হেরাল্ড মামলার শুনানির এদিনই জন্য কোর্টে সোনিয়া-রাহুলকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল পাতিয়ালা হাউস কোর্ট ৷ কিন্তু শীতকালীন অধিবেশন চলায় সোনিয়া গান্ধির পক্ষে কোর্টে হাজিরা দেওয়া সম্ভব ছিল না ৷ অন্যদিকে রাহুলের এদিন বন্যাবিধস্ত তামিলনাড়ু যাওয়ার সফর সূচি আগেই ঠিক ছিল ৷ মঙ্গলবার কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি কংগ্রেসের তরফ থেকে কোর্টে হাজির হন এবং বিচারককে জানান পরবর্তী শুনানির দিন রাহুল ও সোনিয়া কোর্টে হাজিরা দিতে রাজি ৷ যদিও এই দিল্লি কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন সনিয়া-রাহুলের আইনজীবীরা ৷ কংগ্রেস সভানেত্রী ও সহ-সভাপতি ছাড়াও কংগ্রেসের চার নেতা মতিলাল ভোহরা, আকবর ফার্নান্ডেজ, সুমন দুবে এবং স্যাম পিত্রোদাকে নিম্ন আদালতে ন্যাশনাল হেরাল্ড মামলায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement