আমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবি, বিশ্বের সব থেকে দুর্নীতিগ্রস্থ দেশ হল ভারত। তবে সেটা সত্যি নয়। বিশ্বের সব থেকে দুর্নীতিগ্রস্থ দেশ হল সোমালিয়া। পূর্ব আফ্রিকার এই দেশে দুর্নীতির পোকা সাধারণ মানুষের রক্ত শুষে নিচ্ছে।
সুদান, সিরিয়া ও ভেনেজুয়েলা দুর্নীতিগ্রস্থ দেশগুলির তালিকায় প্রথম দশে রয়েছে। দুর্নীতি সূচকে সোমালিয়া ১০০-র মধ্যে স্কোর করেছে মাত্র ১১। দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া, ভিনজুয়েলা, দক্ষিণ সুদান। তৃতীয় স্থানে রয়েছে ইয়েমেন। তাদের স্কোর ১৬।
advertisement
আরও পড়ুন- অস্ত্র হাতে চিনা সৈনিকরা ভারতের মাটিতেই!অসম সাহসিকতার পরিচয় দিলেন রাখালরা,Viral
উত্তর কোরিয়া, নিকারাগুয়া, হাইতি এবং গিনি রয়েছে চতুর্থ স্থানে। তাদের স্কোর ১৭। তুর্কমেনিস্থান ও লিবিয়া রয়েছে পাঁচে। উল্লেখ্য, বিশ্বের ১৮০ দেশের মধ্যে সমীক্ষা হয়েছিল।
দুর্নীতিগ্রস্থ দেশেগুলির তালিকায় ২৫ নম্বরে রয়েছে ভারত। ১৫ নম্বরে পাকিস্তান। দেশে বাংলাদেশ। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর জার্মানির বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিশ্বের দুর্নীতিগ্রস্থ দেশগুলির একটি তালিকা প্রকাশ করে।
আরও পড়ুন- ট্রেনে অ-সামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য বিরাট পদক্ষেপ রেলের!
পাশাপাশি কম দুর্নীতিগ্রস্ত দেশের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় শীর্ষে ডেনমার্ক। দুইয়ে ফিনল্যান্ড। তিনে নিউজিল্যান্ড। আমেরিকা ও ব্রিটেনের জায়গা হয়নি প্রথম দশে। কানাডা, নরওয়ের মতো দেশগুলি এই তালিকায় জায়গা করে নিয়েছে।