Viral Video: অস্ত্র হাতে চিনা সৈনিকরা ভারতের মাটিতেই! অসম সাহসিকতার পরিচয় দিলেন রাখালরা, ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Video: জিও ভারতীয় রাখলরা! পাথর ছুঁড়লেন চিনা সাঁজোয়া গাড়িতে, তুমুল কাঁপাচ্ছে নেট দুনিয়া
নয়াদিল্লি: চিন এ কী কাণ্ড করছে৷ ফের একবার ভারতীয় ভূখণ্ডে অস্ত্র নিয়ে চিনা সেনাদের ঢুকে ঘুরে বেড়ানোর ভিডিও ভাইরাল৷ লেহ-লাদাখের দুর্গম পাহাড়ি এলাকায় আবারও প্রকাশ্যে এসেছে চিনা সেনাবাহিনীর ঘৃণ্য উদ্দেশ্য। চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সৈন্যরা ভারতীয় মেষপালকদের থামানোর চেষ্টা করেছিল। ভারতীয় রাখালদের কাছে কোনও অস্ত্রশস্ত্র না থাকলেও সাহসিকতা দেখিয়ে সশস্ত্র চিনা সেনাদের এক্তিয়ার নিয়ে তাঁরা প্রশ্ন তোলে৷
ভারতীয় রাখালরাও চিনা সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়েছে। চিনা সেনা সৈন্য এবং ভারতীয় রাখালদের মধ্যে সংঘর্ষের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। চিনের পক্ষ থেকে উসকানিমূলক পদক্ষেপ এই প্রথম নয়। এর আগেও লাদাখ অঞ্চলে চিন এ ধরণের তৎপরতা চালিয়েছে।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
advertisement
Brave Nomad of Ladakh Changpa (Northerner) Tribe Confront with PLA at Changthang, eastern Ladakh near Dumchele. Changpa fighting with its handmade rope wipe (Stone thrower) #India #China #Ladakh pic.twitter.com/uzHjlA61Z3
— sorig ladakhspa (ソナム・リグゼン・ラダクパ) (@sorigzinam) January 30, 2024
advertisement
পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চিনা সেনাদের ঘৃণ্য কার্যকলাপ প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, ভারতীয় মেষপালকদের তাদের গৃহপালিত চারণভূমিতে নিয়ে যেতে চিনা সেনারা বাধা দিয়েছিল।
advertisement
এরপর চিনা সেনা ও ভারতীয় রাখালদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এখানে আমরা আপনাকে বলি যে চিনা সেনারা সশস্ত্র ছিল৷ অন্যদিকে ভারতের স্থানীয় রাখালরা নিরস্ত্র ছিল। তা সত্ত্বেও, স্থানীয় পশুপালকরা পিএলএ-র পদক্ষেপের বিরোধিতা করা থেকে বিরত থাকেনি।
চুশুলের কাউন্সেলর কনচোক স্ট্যানজিন দুই পক্ষের সংঘর্ষের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, চিনা সেনারা রাখালদের হঠাৎ করে থামিয়ে দিচ্ছে এবং রাখালরা তাদের সঙ্গে তর্কও করে৷ সেখান থেকে তারা সরে যেতে অস্বীকার করে৷
advertisement
ঘটনা জানুয়ারির প্রথম সপ্তাহের
সূত্রের খবর, গৃহপালিত পশুদের চারণভূমিতে নিয়ে যাওয়া নিয়ে চিনা সেনা এবং পূর্ব লাদাখের স্থানীয় মেষপালকদের মধ্যে বিরোধের এই ভিডিওটি জানুয়ারির প্রথম সপ্তাহের কোনও এক সময়ের। গ্রামবাসীরা চিনা সৈন্যদের সাথে প্রচুর কথা কাটাকাটি করে এমনকি চিনা সেনাদের গাড়িতে পাথর ছুড়ে মারে।
ভিডিওতে চিনা সেনাদের পুরো ঘটনা রেকর্ড করতে দেখা যাচ্ছে। তারা পশুপালকদেরও ফিরে যেতে বলছে। ভিডিওতে চিনা সেনাদের সাঁজোয়া গাড়িও দেখা যায়।
advertisement
সেনাপ্রধানের মন্তব্য
লাদাখে এলএসি-তে চিনা সেনা এবং স্থানীয় রাখালদের মধ্যে সংঘর্ষের এই ভিডিওটি এমন এক সময়ে প্রকাশিত হয়েছে যখন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে কয়েক সপ্তাহ আগে সেখানকার পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) পরিস্থিতি স্থিতিশীল তবে সংবেদনশীল রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2024 9:51 AM IST