TRENDING:

Soldier: টিকিট নিয়ে বচসা! সিআরপিএফ জওয়ানকে মারধর কাঁওয়র যাত্রীদের, আটক হয়েও জামিন তিনজনের, মির্জাপুরে চাঞ্চল‍্য

Last Updated:

Kanwariya: টিকিট নিয়ে বচসা। সিআরপিএফ জওয়ানকে মারধরের অভিযোগ কাঁওয়ার যাত্রীদের বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মির্জাপুর: টিকিট নিয়ে বচসা। সিআরপিএফ জওয়ানকে মারধরের অভিযোগ কাঁওয়ার যাত্রীদের বিরুদ্ধে। উত্তর প্রদেশের মির্জাপুরের ঘটনার ভিডিও সামনে আসার পরেই তোলপাড় দেশজুড়ে। ঘটনায় ইতিমধ‍্যে তিন কাঁওয়ার যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জামিনে মুক্তও হয়ে গিয়েছেন ওই তিন অভিযুক্ত।
টিকিট নিয়ে বচসা! সিআরপিএফ জওয়ানকে মারধর কাঁওয়র যাত্রীদের, আটক হয়েও জামিন তিনজনের, মির্জাপুরে চাঞ্চল‍্য
টিকিট নিয়ে বচসা! সিআরপিএফ জওয়ানকে মারধর কাঁওয়র যাত্রীদের, আটক হয়েও জামিন তিনজনের, মির্জাপুরে চাঞ্চল‍্য
advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে কেন্দ্রীয় আধাসেনা তথা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর এক কর্মী ব্রহ্মপুত্র মেলে ওঠার জন‍্য মির্জাপুর স্টেশনে অপেক্ষা করছিলেন। তখনই টিকিট কেনা নিয়ে তাঁর সঙ্গে বচসা বাধে সাত থেকে আটজন কাঁওয়ার যাত্রীদের সঙ্গে। বচসা বাড়তে বাড়তে পৌঁছে যায় হাতাহাতির পর্যায়ে। অভিযোগ উর্দি পরা সিআরপিএফ জওয়ানের উপর চড়াও হন পুণ্যার্থীরা। তাঁরা জওয়ানকে মাটিতে ফেলে পর পর ঘুষি ও লাথি মারতে থাকেন। সোশ‍্যাল মিডিয়ায় ইতিমধ‍্যে ছড়িয়ে পড়েছে ওই ঘটনার ভিডিও (ভিডিওর সত‍্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা)।

advertisement

আরও পড়ুন: বাবা ২৭০০ কোটি টাকার মালিক, ছেলে সেকেন্ড হ‍্যান্ড জামা পরে, রান্না করে, বাসন মাজে! কোন তারকার পুত্র, কেন এমন জীবন কাটাচ্ছে জানেন?

আরও পড়ুন: মুশকিলে পুতিন! রাশিয়াকে কোণঠাসার চেষ্টা ২৭ দেশের? সঙ্কটমোচনে পাশে দাঁড়াল ‘বন্ধু’ ভারত, নিষেধাজ্ঞা নিয়ে বড় বার্তা

advertisement

ভিডিওতে দেখা গিয়েছে, প্রায় সাত আটজন গেরুয়া পোশাকধারী ব‍্যক্তি ঘিরে রেখেছে সিআরপিএফ কর্মীকে। তাদের মধ্যে একজন তাকে আঘাত করে। তিনি প্রতিরোধ করার চেষ্টা করলে, দেখা যায় কাঁওয়ার যাত্রীর একযোগে তাঁকে আক্রমণ করেন। ভিডিওতে জওয়ানকে মাটিতে ফেলে মারধর করতে দেখা গিয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Soldier: টিকিট নিয়ে বচসা! সিআরপিএফ জওয়ানকে মারধর কাঁওয়র যাত্রীদের, আটক হয়েও জামিন তিনজনের, মির্জাপুরে চাঞ্চল‍্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল