TRENDING:

বিয়ে করতে লিঙ্গ বদল, প্রিয় বান্ধবীকেই চেন দিয়ে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারল যুবক!

Last Updated:

কয়েক বছর আগে নন্দিনীকে বিয়ে করবে বলেই একটি বেসরকারি হাসপাতাল থেকে অস্ত্রোপচার করিয়ে লিঙ্গ বদল করে পুরুষ হয় পান্ডি মহেশ্বরী৷ তার নতুন নাম হয় ভেটরিমারান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: নিজের সহপাঠীকে বিয়ে করার জন্য অস্ত্রোপচার করিয়ে লিঙ্গ পরিবর্তন করেছিল৷ তার পরেও ছোটবেলার বান্ধবী বিয়েতে রাজি হয়নি৷ আর সেই রাগেই চেন্নাইয়ের বাসিন্দা এক ২৬ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে চেন দিয়ে বেঁধে, গলা কেটে, জীবন্ত পুড়িয়ে দিল এক যুবক৷
নন্দিনী (ডানদিকে) নামে তরুণীকে বিয়ে করতে অস্ত্রোপচার করে পুরুষ হয়েছিল ভেটরিমারান (বাঁদিকে)৷
নন্দিনী (ডানদিকে) নামে তরুণীকে বিয়ে করতে অস্ত্রোপচার করে পুরুষ হয়েছিল ভেটরিমারান (বাঁদিকে)৷
advertisement

নৃশংস এই ঘটনা ঘটেছে চেন্নাইয়ে দক্ষিণপ্রান্তের শহরতলি কেলামবক্কমের কাছে থালাম্বুরে৷ নিহত ওই তরুণীর নাম আর নন্দিনী৷ ২৬ বছর বয়সি ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে খুনের অভিযোগে তাঁরই স্কুলের সহপাঠী ভেটরিমারানকে গ্রেফতার করেছে পুলিশ৷ নন্দিনীর জন্মদিনের ঠিক আগের দিন তাঁকে নৃশংস ভাবে খুন করে ভেটরিমারান৷ লিঙ্গ বদলের আগে যার নাম ছিল পান্ডি মুরুগেশ্বরী৷

advertisement

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ভেটরিমারান নিজেও এমবিএ পাস৷ মাদুরাইয়ের মেয়েদের একটি স্কুলে নন্দিনীর সঙ্গে সে একই ক্লাসে পড়ত৷ দু জনের খুব ভাল বন্ধুত্বও ছিল৷

আরও পড়ুন: সর্ষের মধ্যে থেকে ভূত তাড়াবে তৃণমূল! দলের নেতা শিশিরকে গুরুদেব বলতেই হুঁশিয়ারি কুণালের

কয়েক বছর আগে নন্দিনীকে বিয়ে করবে বলেই একটি বেসরকারি হাসপাতাল থেকে অস্ত্রোপচার করিয়ে লিঙ্গ বদল করে পুরুষ হয় পান্ডি মহেশ্বরী৷ তার নতুন নাম হয় ভেটরিমারান৷ কিন্তু এত কিছুর পরেও নন্দিনী তার বিয়ের প্রস্তাবকে নাকচ করে দেয়৷ ওই তরুণী স্পষ্ট জানিয়ে দেয়, তাদের সম্পর্কের কোনও ভবিষ্যৎ নেই৷ এই ঘটনার পর থেকে দু জনের ঘনিষ্ঠতা কমে গেলেও নন্দিনী এবং ভেটরিমারানের মধ্যে যোগাযোগ ছিল৷ এর পর বিএসসি পাস করে নন্দিনী চেন্নাইয়ে চাকরি পায়৷ চেন্নাইয়ে নিজের কাকুর সঙ্গে থাকতে শুরু করে সে৷

advertisement

গত শনিবার নন্দিনীকে ফোন করে একসঙ্গে কিছুটা সময় কাটাতে চায় ভেটরিমারান৷ নন্দিনী দেখা করতে গেলে প্রথমে তাঁকে কিছু জামাকাপড় কিনে দেয় ওই যুবক৷ এর পর টামবারামের কাছে একটি অনাথ আশ্রমে একসঙ্গে যায় দু জনে৷

নন্দিনীকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য জোরাজুরি করে ভেটরিমারান৷ কিন্তু ফেরার পথে একটি নির্জন জায়গায় বাইক থামিয়ে নন্দিনীর একটি ছবি তুলে দেওয়ার বায়না ধরে সে৷ নন্দিনী মোটরসাইকেল থেকে নামলে প্রথমে তার দুই হাত এবং পা চেন দিয়ে বেঁধে ফেলে সে৷ নন্দিনী প্রশ্ন করলে ভেটরিমারান জানায়. শুধুমাত্র মজা করার জন্যই এমনটা করছে সে৷

advertisement

কিছু্ক্ষণের মধ্যেই অবশ্য ছুরি দিয়ে নন্দিনীর গলা কেটে ফেলে ভেটরিমারান৷ এর পর নন্দিনীর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় সে৷ ওই অবস্থাতেই নন্দিনীকে ফেলে রেখে পালিয়ে যায় ভেটরিমারান৷

স্থানীয় কিছু বাসিন্দা নন্দিনীকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসে৷ তখনও নন্দিনীর শরীরে প্রাণ ছিল৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ৷ মৃ্ত্যুর আগে অবশ্য কোনওক্রমে ভেটরিমারানের মোবাইল নম্বর পুলিশকে জানিয়ে যান নন্দিনী৷

advertisement

পুলিশ যখন প্রথমে ফোন করে, তখন ভেটরিমারান দুর্ঘটাস্থলে চলে আসে৷ নিজেকে নন্দিনীর ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচয় দেয় সে৷ এমন কি, নন্দিনীকে নিয়ে পুলিস এবং স্থানীয়দের সঙ্গে হাসপাতালেও যায় সে৷ কিন্তু তার পর থেকেই উধাও হয়ে যায় ভেটরিমারান৷ এর পরেই তার উপরে সন্দেহ গিয়ে পড়ে ওই যুবকের উপরে৷

শনিবার নন্দিনী মারা যান৷ রবিবার ভেটরিমারানকে গ্রেফতার করে পুলিশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

জেরায় ভেটরিমারান জানিয়েছে, লিঙ্গ বদলের পরেও নন্দিনী তাকে বিয়ে করতে রাজি হয়নি৷ তার উপরে, কয়েকদিন ধরে নন্দিনীর সঙ্গে তাঁর অফিসের সহকর্মীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানতে পারে ভেটরিমারান৷ তখনই নন্দিনীকে খুন করার সিদ্ধান্ত নেয় সে৷ ধৃতকে আদালতে তুললে তাকে জেল হেফাজতে পাঠান বিচারক৷

বাংলা খবর/ খবর/দেশ/
বিয়ে করতে লিঙ্গ বদল, প্রিয় বান্ধবীকেই চেন দিয়ে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারল যুবক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল