বিরোধীদের অস্বস্তিতে ফেলতে গিয়েছিলেন। কিন্তু অমিত শাহের নজিরবিহীন আক্রমণে অস্বস্তিতে বিজেপিই। বিজেপি সভাপতির ভাষা নিয়ে মন্তব্য করতে চাননি দলীয় মুখপাত্ররাও। বাধ্য হয়েই ড্যামেজ কন্ট্রোলে নামতে হয় খোদ অমিত শাহকেই।
আরও পড়ুন-দেবগৌড়ার ছেলে কংগ্রেসের রাতের ঘুম কেড়ে নিয়েছে :কর্ণাটক বিধানসভা নির্বাচন
advertisement
বিজেপি-র প্রতিষ্ঠা দিবসে এদিন মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম ছিল সমর্থকদের ভিড়ে ঠাসা। দলের সমর্থকদের ২০১৯ এর লোকসভা ভোটের জন্য তৈরি হওয়ার নির্দেশ দেন বিজেপি সভাপতি। কিন্তু সে-সব ছাপিয়ে বড় হয়ে উঠছে কু-কথা আর ব্যক্তিগত আক্রমণই। যাকে হাতিয়ার করেই পাল্টা আক্রমণে নামে বিরোধীরা।
আরও পড়ুন-বিপাকে প্রণব মুখোপাধ্যায় ! তাঁকে সমন পাঠাল দিল্লি আদালত
অমিতের কু-কথাকে হাতিয়ার করে আক্রমণে তৃণমূল কংগ্রেসও। ইয়েদুরাপ্পার ক্ষেত্রে মুখ ফসকেছিল। এবার কিন্তু সচেতনভাবেই নজিরবিহীন আক্রমণ করেছেন। প্রশ্ন উঠছেই বিরোধীরা ক্রমশ একজোট হওয়াতে বিজেপি শীর্ষ নেতৃত্বের রক্তচাপ কি বাড়ছে ?