জানা গিয়েছে, ঘটনাটি ছত্তিসগড়ের কোরবা জেলার। সেখানকার নিউ রেভিনিউ কলোনিতে, একটি বিশালাকার সাপ ফণা ছড়িয়ে বসে রয়েছে, এমনই দেখা গিয়েছে ভিডিওতে। সাপটি যেখানে বসেছিল, ঠিক সেইখানেই কিছুক্ষণ আগে খেলা করছিল এলাকার ছোট শিশুরা। হঠাৎই এমন বিশালাকার সাপের আগমনে ওই বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকাতেও।
advertisement
বিশেষত যেখানে বাচ্চারা খেলা করছিল সেখানে সাপ আসায় ত্রাস ছড়ায় কয়েকগুণ বেশি। সাপের খবর হু-হু করে ছডি়য়ে পড়ে গোটা এলাকায়। পরে খবর দেওয়া হয় স্থানীয় সাঁপুড়েকে। তিনিই সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। জানা গিয়েছে, সন্ধ্যায় রেভিনিউ কলোনির একটি বাড়ির উঠোনে শিশুরা খেলা করছিল। হঠাৎই তারা দেখতে পায় একটি সাপ। ছোটরাই বাড়ির বড়দের খবর দেয়। দেখা যায় একটি বিষাক্ত সাপ ফণা উঁচিয়ে বসে রয়েছে।
এলাকার বাসিন্দারা সেই সময় খবর দেন স্থানীয় সাপুড়ে অবিনাশ যাদবকে। সাপটিকে ধরে নিয়ে যেতে কিছুক্ষণের মধ্যেই এলাকায় আসেন অবিনাশ। অল্প সময়ের মধ্যেই বিষাক্ত গোখরো সাপটিকে উদ্ধার করে ফেলেন তিনি। স্বস্তির শ্বাস নেয় এলাকাবাসী।
আরও পড়ুন, ভাঙল কাচ, ফের আক্রান্ত নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
আরও পড়ুন, মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে চরম উত্তেজনা, বর্ধমানের ‘এখানে’ যা হল
সাপুড়ে অবিনাশ যাদব জানান, গোখরো প্রজাতির ওই সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জনগণের কাছে আবেদন করেন, যখনই কোথাও কোনও সাপ দেখা যাবে, তখন কোনও ভাবেই তাকে উত্যক্ত করা যাবে না। কোনও বন্যপ্রাণীকেই উত্যক্ত করা ঠিক নয়। তাতে বিপদের আশঙ্কা বাড়ে। বরং যত দ্রুত সম্ভব খবর দিতে হবে স্থানীয় সাপুড়ে বা বন দফতরে।