TRENDING:

Smriti Irani: মহিলাদের ঋতুস্রাব প্রতিবন্ধকতা নয়, সবেতন ছুটি অপ্রয়োজনীয়: স্মৃতি ইরানি

Last Updated:

Smriti Irani: মহিলাদের ঋতুস্রাবকালীন সবেতন ছুটির বিরোধিতা করলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: মহিলাদের ঋতুস্রাবকালীন সবেতন ছুটির বিরোধিতা করলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। বুধবার রাজ্যসভায় সাংসদ মনোজ কুমার ঝায়ের একটি প্রশ্নের জবাবে স্মৃতি বলেন, ঋতুস্রাব মহিলাদের জীবনের একটি স্বাভাবিক অংশ, এটি কোনও প্রতিবন্ধকতা নয়। ঋতুস্রাবের জন্য বিশেষ ছুটি মঞ্জুর করা উচিত নয়।
স্মৃতি ইরানি (ফাইল ছবি)
স্মৃতি ইরানি (ফাইল ছবি)
advertisement

সংসদে আরজেডি সাংসদের বক্তব্যের প্রেক্ষিতে স্মৃতি ইরানি বলেন, ‘একজন মহিলার ঋতুস্রাব এবং ঋতুচক্র কোনও প্রতিবন্ধকতা নয়, এটি মহিলার জীবনযাত্রার একটি স্বাভাবিক অংশ।’ একই সঙ্গে স্মৃতি বলেন,’আমাদের এমন বিষয়গুলি প্রস্তাব করা উচিত নয় যেখানে মহিলাদের সমানাধিকারের সুযোগ থেকে বঞ্চিত করা হয় শুধুমাত্র এই কারণে যে, ঋতুস্রাব হয় না এমন একজনের ঋতুস্রাবকালের প্রতি একটি বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে।’

advertisement

আরও পড়ুন: কান্তির কপাল! মামাবাড়ি থেকে আর ফেরা হল না, বর্ধমান স্টেশনের এই ঘটনায় আপনার চোখ ভিজবে

মাসিক ছুটির ফলে কর্মক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্য হতে পারে বলে সতর্ক করেন তিনি। এইসঙ্গে নিজের বক্তব্যে, ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি সংক্রান্ত সচেতনতার গুরুত্বের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কর্তৃক এই বিষয়ে একটি খসড়া জাতীয় নীতি প্রণয়নের কথাও বলেন তিনি।

advertisement

আরও পড়ুন: ক্যানসার-কৃমি-কোষ্ঠকাঠিন্যর যম, সাদা এই ফুলের বড়া স্বাদেও খাসা! আজই কিনে গরম গরম খান

স্মৃতি ইরানির দাবি, ঋতুস্রাবের সঙ্গে বেশ কিছু সামাজিক নিষেধাজ্ঞা জড়িয়ে রয়েছে। যার ফলে মহিলার স্বাধীন ঘোরাফেরা রুদ্ধ হয়। বহু ক্ষেত্রে সামাজিকভাবে হেনস্থার শিকারও হন তাঁরা। উল্লেখ্য, কংগ্রেস সাংসদ শশী থারুর গত ৮ ডিসেম্বর ঋতুস্রাবকালীন সবেতন ছুটির প্রসঙ্গ তোলেন সংসদে। ঋতুস্রাবের সময় স্বাস্থ্যবিধির গুরুত্ব কথা বিবেচনা করে স্মৃতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কর্তৃক জাতীয় নীতি প্রণয়ন করার কথা ঘোষণা করেন। এই নীতির লক্ষ্য হবে দেশবাসীকে ঋতুস্রাবের বিষয়ে আরও বেশি সজাগ করা, ঋতুস্রাবের সময় স্বাস্থ্যবিধি নিয়ে সতর্ক করা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে কাঁথিতে নতুন চমক! 'এই' ক্লাবে পাঁচ দিন ধরে কালীপুজো
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/দেশ/
Smriti Irani: মহিলাদের ঋতুস্রাব প্রতিবন্ধকতা নয়, সবেতন ছুটি অপ্রয়োজনীয়: স্মৃতি ইরানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল