এরমধ্যে একের পর এক রাজনৈতিক নেতার মন্তব্যের জেরে পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে ৷ এর মধ্যে সোশ্যাল মিডিয়া সবচেয়ে উত্তাল হয়েছে স্মৃতি ইরানির এক মন্তব্য ঘিরে তিনি মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশাধিকার নিয়ে তিনি বিরোধিতা করে বলেছিলেন , ‘‘রক্তমাখা প্যাড নিয়ে কি বন্ধুর বাড়ি যাবেন৷ ’’
এরপরেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড় উঠেছে ৷ যেখানে একাধিক ধরণের মন্তব্যে জেরবার করা হয়েছে ৷
advertisement
তবে এর জেরে চুপ করে বসে থাকার বান্দা নন স্মৃতি ৷ তিনিও পাল্টা দিয়েছেন ৷ যে সিরিয়াল করে সারা দেশের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন স্মৃতি সেই ‘সাস ভি কভি বহু থি’-র একটি ছবি পোস্ট করেছেন ৷ যাতে দেখা যাচ্ছে স্মৃতির হাত পিছমোড়া করে বাঁধা, মুখেও কাপড় দিয়ে জোর করে বেঁধে রাখা আছে ৷ এরইসঙ্গে চোখটাও উল্টে রেখেছেন সেই সময়ের বিখ্যাত বউ তুলসী ৷
আরও পড়ুন - ‘‘What a man’’- অনুষ্কার নয়া স্ট্যাটাস সোশ্যাল মিডিয়ায়
আর ট্যাগলাইনটাও চমৎকার ৷ তিনি লিখেছেন , ‘‘হাম বোলেগা তো বোলোগে কে বোলতা হ্যায় ৷ ’’ অর্থাৎ আমি বললেই লোক বলে বলছি ৷