প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন বিদেশ মন্ত্রী এসএম কৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে লেখেন, “অপরের জীবন উন্নত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কৃষ্ণের সঙ্গে কিছু স্মৃতির কোলাজ শেয়ার করে X-হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, “শ্রী এস এম কৃষ্ণ জি একজন অসাধারণ নেতা ছিলেন, যা সর্বস্তরের মানুষের দ্বারা প্রশংসিত। তিনি সর্বদা অন্যদের জীবন উন্নত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর কার্যকালের জন্য, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে তাঁর দূরদৃষ্টির জন্য তাঁকে চিরকাল স্মরণ করা হবে। শ্রী এস এম কৃষ্ণ একজন পাঠক এবং চিন্তাবিদ ছিলেন।”
advertisement
শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ভোর পৌনে তিনটে নাগাদ বেঙ্গালুরুতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজনৈতিক জীবনে অনেকটা সময় কংগ্রেসে কাটালেও শেষদিকে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৃষ্ণ। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণ ভারতের রাজনৈতিক মহল। সিদ্দারামাইয়া থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু- কৃষ্ণর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন সকলেই।