রেলের নিয়ম অনুযায়ী রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত যাত্রীরা নিজেদের বার্থকে ঘুমানোর জন্য ব্যবহার করতে পারেন। অন্য সময় সেই বার্থগুলি ঘুমানোর জন্যই ব্যবহার করা যাবে। অর্থাৎ ভোর ৬টার পরে আপনি চাইলেও আর মিডল বার্থে শুতে পারেন না।
আরও পড়ুন: রবিবার থেকেই আসছে বর্ষা! নির্ধারিত সময়ের তিনদিন আগেই দেশে ঢুকছে বর্ষা
advertisement
অন্য দিকে যারা আরএসির টিকিটে যাতায়াত করবেন, তাঁদের ক্ষেত্রেও রয়েছে নিয়ম। আরএসির টিকিট যাঁদের কাছে থাকবে তাঁরা দিনের বেলা সাইড লোয়ার বার্থে বসার সুযোগ পাবেন। সেই সময় সাইড আপার বার্থের টিকিট যাঁর কাছে থাকবে তাঁকেও দিনের বেলায় বসার সুযোগ দিতে হবে। অর্থাৎ দিনের বেলায় সাইড লোয়ার সিটে আরএসি সমেত মোট ৩ জনকে বসতে হবে। একই সঙ্গে সাইড আপার বার্থে যাঁর টিকিট থাকবে, তিনি কোনও ভাবেই রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত সাইড লোয়ারে বসার সুযোগ পাবেন না।