TRENDING:

Indian Railways: ট্রেনের মিডল বার্থে টিকিট কেটেছেন? ইচ্ছে হলেই ঘুমাতে পারবেন না, নির্দিষ্ট নিয়ম আছে রেলের

Last Updated:

Indian Railways sleeping rules: আপার বার্থ বার্থের যাত্রীরা যখন তখন শোওয়ার সুযোগ পেলেও মিডল বার্থের যাত্রীরা সব সময় সেই সুযোগ পান না। তা হলে মিডল বার্থের টিকিট থাকলে কখন ঘুমানো যায়, নির্দিষ্ট নিয়ম রয়েছে রেলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘুরতে যাওয়ার সময় ট্রেনের টিকিট নিয়ে অনেক সময়েই সমস্যা হয়। কখনও ওয়েটিং লিস্টের টিকিট বাধ্য হয়ে কেটে নিতে হয়, তো কখনও পছন্দমতো বার্থ পাওয়া যায়। আবার আপার বার্থ বার্থের যাত্রীরা যখন তখন শোওয়ার সুযোগ পেলেও মিডল বার্থের যাত্রীরা সব সময় সেই সুযোগ পান না। তা হলে মিডল বার্থের টিকিট থাকলে কখন ঘুমানো যায়, নির্দিষ্ট নিয়ম রয়েছে ভারতীয় রেলের।
ট্রেনে ঘুমানোর নিয়ম।
ট্রেনে ঘুমানোর নিয়ম।
advertisement

রেলের নিয়ম অনুযায়ী রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত যাত্রীরা নিজেদের বার্থকে ঘুমানোর জন্য ব্যবহার করতে পারেন। অন্য সময় সেই বার্থগুলি ঘুমানোর জন্যই ব্যবহার করা যাবে। অর্থাৎ ভোর ৬টার পরে আপনি চাইলেও আর মিডল বার্থে শুতে পারেন না।

আরও পড়ুন: রবিবার থেকেই আসছে বর্ষা! নির্ধারিত সময়ের তিনদিন আগেই দেশে ঢুকছে বর্ষা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অন্য দিকে যারা আরএসির টিকিটে যাতায়াত করবেন, তাঁদের ক্ষেত্রেও রয়েছে নিয়ম। আরএসির টিকিট যাঁদের কাছে থাকবে তাঁরা দিনের বেলা সাইড লোয়ার বার্থে বসার সুযোগ পাবেন। সেই সময় সাইড আপার বার্থের টিকিট যাঁর কাছে থাকবে তাঁকেও দিনের বেলায় বসার সুযোগ দিতে হবে। অর্থাৎ দিনের বেলায় সাইড লোয়ার সিটে আরএসি সমেত মোট ৩ জনকে বসতে হবে। একই সঙ্গে সাইড আপার বার্থে যাঁর টিকিট থাকবে, তিনি কোনও ভাবেই রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত সাইড লোয়ারে বসার সুযোগ পাবেন না।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: ট্রেনের মিডল বার্থে টিকিট কেটেছেন? ইচ্ছে হলেই ঘুমাতে পারবেন না, নির্দিষ্ট নিয়ম আছে রেলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল