TRENDING:

Mysterious Skeleton: আমির খানের কঙ্কাল ১০ বছর ধরে পরিত্যক্ত বাড়িতে পড়ে বাতিল নোট, বাসনের সঙ্গে! বন্ধ মোবাইল চালু হতেই রহস্য ফাঁস

Last Updated:

Mysterious Skeleton: ভিডিও দেখে মনে করা হচ্ছে যেখানে কঙ্কালটি পড়ে রয়েছে সেটি বাড়ির রান্নাঘর ছিল৷ কারণ আশেপাশে কিছু বাসন পড়ে থাকতে দেখা গিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ : হায়দরাবাদের পরিত্যক্ত বাড়িতে নরকঙ্কাল উদ্ধার কাণ্ডে নয়া মোড়৷ জানা গিয়েছে, ওই কঙ্কালটি জনৈক আমির খানের৷ মনে করা হচ্ছে, ১০ বছর আগেই তাঁর মৃত্যু হয়েছে৷ এবং গত এক দশক পরিত্যক্ত বাড়িতে কঙ্কালটি থাকার পর উদ্ধার হয়েছে সোমবার৷ কঙ্কালের সঙ্গে হায়দরাবাদের নাম্পল্লি এলাকার ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি নোকিয়া কোম্পানির মোবাইল ফোন এবং পুরনো টাকার নোট৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে ওই টাকা এবং ফোনের মালিক ছিলেন আমিরের বাবা মুনীর খান৷ তাঁর ১০ জন সন্তানের মধ্যে মুনীর ছিলেন তৃতীয়৷ এক সময়, মুনীরই থেকে যান পৈতৃক বাড়িতে৷ বাকি ভাইরা সপরিবারে চলে যান অন্যত্র৷
AI Generated Image
AI Generated Image
advertisement

সোমবার স্থানীয় কিছু কিশোর রাস্তায় ক্রিকেট খেলছিল৷ খেলতে খেলতে আচমকাই ক্রিকেট বল চলে যায় ওই পরিত্যক্ত বাড়িতে৷ যে কিশোর বল তুলতে ওই বাড়িতে ঢোকে, তার চোখে পড়ে মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে একটি কঙ্কাল৷ ওই দৃশ্যের ভিডিও করে বল আনতে যাওয়া কিশোর৷ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়ে পড়ে৷ ভিডিও দেখে মনে করা হচ্ছে যেখানে কঙ্কালটি পড়ে রয়েছে সেটি বাড়ির রান্নাঘর ছিল৷ কারণ আশেপাশে কিছু বাসন পড়ে থাকতে দেখা গিয়েছে৷

advertisement

নোকিয়ার যে মোবাইল ফোন উদ্ধার হয়েছে, সেটির ব্যাটারি শেষ হয়ে গিয়েছে৷ মেরামতির পর ফের চালু করা হয়েছে ফোনটি৷ দেখা গিয়েছে ২০১৫ সাল থেকে ফোন লগে মোট ৮৪ টি কল রয়েছে৷ তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর৷ অবিবাহিত ওই ব্যক্তি সম্ভবত মানসিক দিক থেকে বিপর্যস্ত ছিলেন৷ বিশেষজ্ঞদের ধারণা, ওই ব্যক্তির স্বাভাবিক মৃত্যুই হয়েছিল৷ এতটাই পুরনো কঙ্কাল, যে হাড়ও ভাঙতে শুরু করেছে৷

advertisement

আরও পড়ুন : উড়ালপুলের কাছে যমুনা নদীতে ভাসছে দেহ, ৬ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শব

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

যে টাকার নোট উদ্ধার হয়েছে, সেগুলি বাতিল এবং পুরনো৷ তাই মনে করা হচ্ছে ২০১৬ সালে নোট বাতিলের আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়৷ তবে পুলিশ আশ্চর্য হয়ে যাচ্ছে এই ভেবে যে গত ১০ বছরে তাঁর সঙ্গে কোনও ভাইবোন যোগাযোগ পর্যন্ত করেননি৷ মৃতের এক ভাই শাদাব আসেন স্থানীয় দোকানগুলিতে ভাড়া তুলতে৷ তিনি একটি আঙটি দেখে মৃতের পরিচয় শনাক্ত করেন৷ ঘটনাস্থল থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেন৷ মৃতের পরিচয় এবং মৃত্যুর কারণ নিশ্চিত করতে আরও পরীক্ষা নিরীক্ষা করা হবে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mysterious Skeleton: আমির খানের কঙ্কাল ১০ বছর ধরে পরিত্যক্ত বাড়িতে পড়ে বাতিল নোট, বাসনের সঙ্গে! বন্ধ মোবাইল চালু হতেই রহস্য ফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল