সোমবার স্থানীয় কিছু কিশোর রাস্তায় ক্রিকেট খেলছিল৷ খেলতে খেলতে আচমকাই ক্রিকেট বল চলে যায় ওই পরিত্যক্ত বাড়িতে৷ যে কিশোর বল তুলতে ওই বাড়িতে ঢোকে, তার চোখে পড়ে মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে একটি কঙ্কাল৷ ওই দৃশ্যের ভিডিও করে বল আনতে যাওয়া কিশোর৷ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়ে পড়ে৷ ভিডিও দেখে মনে করা হচ্ছে যেখানে কঙ্কালটি পড়ে রয়েছে সেটি বাড়ির রান্নাঘর ছিল৷ কারণ আশেপাশে কিছু বাসন পড়ে থাকতে দেখা গিয়েছে৷
advertisement
নোকিয়ার যে মোবাইল ফোন উদ্ধার হয়েছে, সেটির ব্যাটারি শেষ হয়ে গিয়েছে৷ মেরামতির পর ফের চালু করা হয়েছে ফোনটি৷ দেখা গিয়েছে ২০১৫ সাল থেকে ফোন লগে মোট ৮৪ টি কল রয়েছে৷ তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর৷ অবিবাহিত ওই ব্যক্তি সম্ভবত মানসিক দিক থেকে বিপর্যস্ত ছিলেন৷ বিশেষজ্ঞদের ধারণা, ওই ব্যক্তির স্বাভাবিক মৃত্যুই হয়েছিল৷ এতটাই পুরনো কঙ্কাল, যে হাড়ও ভাঙতে শুরু করেছে৷
আরও পড়ুন : উড়ালপুলের কাছে যমুনা নদীতে ভাসছে দেহ, ৬ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শব
যে টাকার নোট উদ্ধার হয়েছে, সেগুলি বাতিল এবং পুরনো৷ তাই মনে করা হচ্ছে ২০১৬ সালে নোট বাতিলের আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়৷ তবে পুলিশ আশ্চর্য হয়ে যাচ্ছে এই ভেবে যে গত ১০ বছরে তাঁর সঙ্গে কোনও ভাইবোন যোগাযোগ পর্যন্ত করেননি৷ মৃতের এক ভাই শাদাব আসেন স্থানীয় দোকানগুলিতে ভাড়া তুলতে৷ তিনি একটি আঙটি দেখে মৃতের পরিচয় শনাক্ত করেন৷ ঘটনাস্থল থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেন৷ মৃতের পরিচয় এবং মৃত্যুর কারণ নিশ্চিত করতে আরও পরীক্ষা নিরীক্ষা করা হবে৷