পুলিশ সূত্রের খবর, তিন বছর আগের এই ঘটনা৷ তবে ঘটনা সমানে আসে মেয়েটি জানানোর পর৷ মেয়েটির বাবা একটি বহুতলে গার্ডের চাকরি করেন৷ ৪৫ বছরের ভেঙ্কাটশ্বরলুর বিরুদ্ধে অভিযোগ৷ প্রথম স্ত্রীর সঙ্গে আগেই ছাড়াছাড়ি হয়েছে তার৷ কিন্তু মেয়েকে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি৷ পরে আবার বিয়ে করেন তিনি৷ দ্বিতীয় বিয়ের থেকে আরও দুটি সন্তান রয়েছে তার৷
advertisement
আরও পড়ুন ক্রমাগত বেড়েই চলেছে স্তনের মাপ! হিমসিম অবস্থা বিদেশী মহিলার, দেখুন ভিডিও...
প্রথম পক্ষের মেয়েকে এভাবে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ভেঙ্কাটশ্বরলুর বিরুদ্ধে৷ নিজের মায়ের কাছেই থাকত মেয়েটি৷ কিন্তু সোমবারই তার বাবার কাছে ফেরে এবং তারপরই অভিযোগ দায়ের করে সে৷ রাজেন্দ্রনগরের পুলিশ কর্তা জানান যে তিন বছর আগে থেকেই এই অত্যাচার চলছিল৷ এবার POCSO আইনে এই মামলা রজু করা হল৷ নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে এবং মেয়েটির মেডিক্যাল পরীক্ষাও করা হবে৷
