TRENDING:

চলে গেলেন ORS-এর জনক, বিখ্যাত এই চিকিৎসকের সম্পর্কে জানলে বাঙালি হিসেবে গর্ববোধ করবেন!

Last Updated:

Sir Dilip Mahalnabish, the father of ORS left us on Saturday : এই বিশেষ তরলের সৃষ্টিকর্তা হয়তো অনেকের কাছেই অপরিচিত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ৮৮ বছর বয়সে প্রয়াত হলেন ORS-এর জনক দিলীপ মহলানবিশ ৷ সারা বিশ্বের কাছে ORS একটি অতি প্রয়োজনীয় মিশ্রণ ৷ ডায়েরিয়া বা অন্যান্য যেকোনও পেটের রোগে, শরীরের জলের পরিমাণ সঠিক রাখতে ORS-এর গুরুত্ব অপরিসীম ৷ তাই সারা বিশ্বের কাছে এই তরলের জনপ্রিয়তা অনেক ৷ কিন্তু এই বিশেষ তরলের সৃষ্টিকর্তা হয়তো অনেকের কাছেই অপরিচিত ৷ এই বিশেষ মিশ্রণটির সৃষ্টি করেন বিশিষ্ট চিকিৎসক দিলীপ মহলানবিশ ৷ মূলত বার্ধক্য জনিত কারণেই তিনি মারা  গিয়েছেন বলে জানা গিয়েছে ৷ শনিবার রাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট চিকিৎসক ৷
advertisement

বিংশ শতাব্দিতে ORS হল একটি অতি গুরুত্বপূর্ণ আবিস্কার ৷ ৭০এর দশকে কলেরার সময় ORS বহু মানুষেরই প্রাণ বাঁচায় ৷ ৭১-এর যুদ্ধের সময় বাংলাদেশে কলেরা থাবা বসিয়েছিল ৷ সেই সময়তেই নুন ও চিনির মিশ্রণ দিয়ে ORS- তৈরি করেন এই বিশিষ্ট ডাক্তার দিলীপ মহলানবিশ ৷ চিনি ও নুন দিয়ে তৈরি করা এই তরল,  করেলা রোগীদের উপর প্রয়োগ করেন তিনি ৷ রোগীদের উপর মহাষৌধের মত কাজ করেছিল এই বিশেষ মিশ্রণ ৷

advertisement

আরও পড়ুন :  রক্তলীলা অব্যাহত! ফের সোপিয়ানেই জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা কাশ্মীরি পণ্ডিত

১৯৭১ সালে তিনি বনগাঁর বিভিন্ন ল্যাব, ওয়ার্কশপ এবং ফিল্ড ট্রায়ালগুলিতে দিন  কাটাতেন ৷  বিভিন্ন  বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের  ORS এক কার্যকারিতা  সম্পর্কে বোঝতে  বছরের পর বছর অতিবাহীত করতে হয়েছিল তাঁকে ৷

advertisement

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার গৃহহীন মানুষ  ভারতীয় সীমান্তের বিভিন্ন  শরণার্থী শিবিরে স্থানান্তরিত হয়।সেই সময়ে বহু শরনার্থী কলেরায় আক্রান্ত ছিল।  বিশেষ করে  ডায়রিয়া ও কলেরায় একের পর এক শিশুর মৃত্যু হচ্ছিল । এই সমস্ত শরনার্থীকে ORS দেওয়ার পর অবিশ্বাস্য ফল পাওয়া যায় ৷

আরও পড়ুন : ঋতুচক্র নিয়ে সচেতনতা প্রসার, হুগলিরএই গৃহশিক্ষকই 'বাস্তবের প্যাডম্যান

advertisement

পরে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১০৫ টি দেশে প্রকল্পটি গ্রহণ করে এবং বিশ্বব্যাপী ORS-এর ব্যবহারকে স্বীকৃতি দেয়। পরবর্তীতে, এটি জাতিসংঘ (UN) দ্বারা শতাধিক শরণার্থী শিবিরে ব্যবহৃত হয়।এই উদ্যোগটি সফলভাবে ডায়রিয়ায় মোট মৃত্যু কমাতে সক্ষম হয়েছিল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

শরীর সুস্থ রাখতে বহু মানুষের বাড়িতেই এক প্যাকেট ORS সব সময়তেই মজুত থাকে ৷ এর সৃষ্টি কর্তাকে ডঃ দিলীপ মহলানবিশকে বেশিরভাগ মানুষই ডাক্তারবাবু নামেই জানতেন ৷  বাংলাদেশের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ থেকে অবসর নেওয়ার পর কলকাতার সল্টলেকের একটি ফ্ল্যাটে বসবাস করতেন এই বিশিষ্ট ডাক্তার ৷ শনিবার রাতে বাইপাসের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট চিকিৎসক ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
চলে গেলেন ORS-এর জনক, বিখ্যাত এই চিকিৎসকের সম্পর্কে জানলে বাঙালি হিসেবে গর্ববোধ করবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল