আদালতের মন্তব্য, উনি যে ভাবে গোটা দেশে আবেগকে উস্কে দিয়েছেন, তাতে উনিই একক ভাবে যা ঘটছে তার জন্য দায়ী। ক্ষমা চাওয়া ও মন্তব্য ফিরিয়ে নেওয়ার বিষয়টি উল্লেখ করে আদালত জানিয়েছে, এখন অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর মন্তব্য ফিরিয়ে নিয়ে লাভ নেই। তাঁর অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু ওঁকে এখনও পর্যন্ত ছুঁয়েও দেখেনি দিল্লি পুলিশ। আদালতের আরও মন্তব্য শর্মা এই অনৈতিক মন্তব্য করেছেন, কারণ ক্ষমতার দম্ভ তাঁর মাথায় প্রবেশ করেছে।
advertisement
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত, বিদ্যুতের খরচ কমাতে অভিনব পরিকল্পনা রাজ্যের! সব জেলায় চিঠি
এমন মন্তব্য খুবই অস্বস্তিকর। কেন তিনি এ কথা বললেন। এই কথা দেশে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে দিনের পর দিন। ওঁর মতো মানুষেরা ধার্মিক নন। ওঁদের অন্য ধর্মের প্রতি কোনও সম্মান নেই। এই ধরনের মন্তব্য খুব সস্তার প্রচার পাওয়ার জন্য করা হয়। তিনি নিজে এক জন আইনজীবী হিসাবে পরিচয় দেন। তার পরেও তাঁর এই মন্তব্য উদ্বেগের। আমার মনে হয় গোটা দেশের কাছে তাঁর ক্ষমা চাওয়া প্রয়োজন।
আরও পড়ুন: রেকর্ড-রেকর্ড-রেকর্ড! শুরু হতেই তাক লাগিয়ে দিল পদ্মা সেতু! কী হল জানেন?
সম্প্রতি আদালতে একটি আবেদন করেছিলেন নূপুর শর্মা। তিনি বলেছিলেন, তিনি এখন অনেকরকম হুমকি পাচ্ছেন। সেই কারণে দেশের বিভিন্ন অংশে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেগুলি যেন দিল্লিতে স্থানান্তরিত করা হয়।