উরি হামলার পর পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সার্জিক্যাল স্ট্রাইকে ইসলামাবাদকে বুঝিয়ে দিয়েছিলেন পালটা মার দিতে পিছপা নয় নয়াদিল্লি। সীমান্তে সন্ত্রাসদমনে ভারত যে বদ্ধপরিকর তা ফের একবার বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদি।
দিল্লিতে অতিথি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। দু’দেশের মাঝে প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। সাইবার নিরাপত্তা নিয়েও সিঙ্গাপুরের সঙ্গে আলোচনা কয়েকধাপ এগিয়েছে। উরি হামলার কড়া নিন্দা করেছেন সিয়েন লুং। চোখরাঙানি সত্ত্বেও সন্ত্রাসদমনে ভারত যে মাথা নোয়াবে না তা পরিস্কার করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
advertisement
পাকভূমিকে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ইতিমধ্যেই একাধিক দেশকে কারণ ব্যাখ্যা করেছে ভারত। এবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে পাশে নিয়েও যৌথভাবে সন্ত্রাসদমনের বার্তা দিল নয়াদিল্লি।