TRENDING:

পাঠানকোটের সঙ্গে উরি জঙ্গি হামলার সাদৃশ্য কোথায় ?

Last Updated:

পাঠানকোটে হামলার পর অনেকটা একই কায়দায় জঙ্গিরা এদিন হামলা চালায় উরিতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: এবছরের শুরুতেই সেনা পোশাকে কুয়াশার সুবিধে নিয়ে পঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় ছ’জন পাক মদতপুষ্ট জঙ্গি ৷ দীর্ঘ এই গুলির লড়াইয়ে সাত জন ভারতীয় সেনা শহীদ হন ৷ পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলা চালায় বলে অভিযোগ ৷ প্রমাণ হিসেবে বেশ কিছু নথি ভারত তুলে দেয় পাকিস্তানের হাতে ৷ সেই বিষয়েই তদন্ত করতে ভারতেও এসেছিল পাক তদন্তকারী দল ৷ কিছু মাস যেতে না যেতেই ফের সেনা ঘাঁটিকে লক্ষ্য করে জঙ্গি হানা এদেশে ৷ জঙ্গিদের নিশানায় এবার উরি সেক্টরের সেনা ঘাঁটি ৷ রবিবার ভোররাতে জম্মু-কাশ্মীরে সেনার হেড কোয়ার্টারে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা ৷ হামলায় শহীদ হয়েছেন ১৭  জন জওয়ান  ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক  ৷ গুলির লড়াইয়ে খতম হয়েছে ৪ জঙ্গিও ৷ গোটা রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট ৷
advertisement

পাঠানকোটে হামলার পর অনেকটা একই কায়দায় জঙ্গিরা এদিন হামলা চালায় উরিতে ৷ কারণ জঙ্গিরা হামলার জন্য ভোরে সেনাদের ডিউটি বদলের সময়টাকেই এখন বেছে নিচ্ছে ৷ পাঠানকোটেও সেনা পোশাকে এই সেনাদের ডিউটি বদলের সময়েই বিমানঘাঁটিতে ঢুকে পড়েছিল জঙ্গির দল ৷ এদিন ভোররাতেই উরির সেনা ঘাঁটিতে ঢুকে পড়ে চার জঙ্গি ৷ ঘুমন্ত সেনাদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে তারা। কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারান সেনারা ৷ এই হামলার পিছনে আইএসআই মদতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ আইএসআইয়ের মদতে লস্কর-ই-তৈবার জঙ্গিরাই উরি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে বলে অনুমান সেনাবাহিনীর ৷ পাঠানকোটের সময় সেনা গাড়ি অপহরণ করে সেনা ঘাঁটিতে ঢুকে পড়ে জঙ্গিরা ৷ সেনা পোষাকে থাকায় তাদের প্রথমে বোঝা সম্ভব হয়নি ৷ যদিও এইভাবে সেনা গাড়ি অপহরণ করে বিমানঘাঁটিতে ঢুকে পড়ার বিষয়টা সহজেই মাফ করার মতো বিষয় নয় ৷ কারণ এক্ষেত্রে সেনাবাহিনীর দুর্বলতার দিকটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছিল জঙ্গিরা ৷ কিন্তু ওই ঘটনার পরও যে সেভাবে সেনাবাহিনী সতর্কতা অবলম্বন করেনি তা উরির জঙ্গি হামলার ঘটনাই প্রমাণ ৷ কাশ্মীরের এই সেনাঘাঁটিতে ঢোকার ক্ষেত্রে স্থানীয় মানুষের সাহায্যকেই জঙ্গিরা কাজে লাগিয়েছে বলে মনে করা হচ্ছে ৷ কারণ সীমান্তরেখা অতিক্রম করে এদেশে ঢোকার ক্ষেত্রে সেখানকার কিছু স্থানীয় মানুষ, যাদের এই জঙ্গিদের প্রতি সহানুভূতি রয়েছে, তাদের অবদান ছাড়া এই কাজ অসম্ভব বলেই মনে করছে সেনাবাহিনী ৷ পাঠানকোটের সঙ্গে উরির হামলার আরও একটা মিল হল এই দুই হামলাই ফিদাঁয়ে জঙ্গি হামলা ৷ মাত্র ৪-৫ জঙ্গি মিলেই কখনও বিমানঘাঁটি আবার কখনও সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা চালিয়ে চলে যাচ্ছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিন্তু পাক সীমান্তবর্তী অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর উপর জঙ্গিদের এই একের পর এক হামলার পর সেনার তরফে এখন কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার ৷ কারণ এই পরিস্থিতিতে ভারতের কাছে রাস্তা দুটোই ৷ এক, আক্রমণের পর সেনাবাহিনীরও জঙ্গি নিকেশে অল-আউট ঝাঁপানো ৷  শুধু দু’দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে পারস্পরিক বৈঠকই নয় ৷ প্রয়োজন সেনার তরফে জঙ্গি হামলার সঠিক জবাব দেওয়ার ৷  অন্যদিকে নিজেদের ঘাঁটিগুলিকে আরও সুরক্ষিত করার পাশাপাশি সেনাদের ডিউটির সময় বদলের বিষয়টাকেও আরও জোর দিয়ে দেখার ৷ যাতে ভবিষ্যতে এই দুর্বলতার সুয়গ নিয়ে আরও বড় হামলা পুনরায় না ঘটাতে পারে জঙ্গিরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পাঠানকোটের সঙ্গে উরি জঙ্গি হামলার সাদৃশ্য কোথায় ?