নিখোঁজ দম্পতির নাম কৌশলেন্দ্র এবং অঙ্কিতা। তাঁরা ৫ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ২৪ মে হানিমুনে সিকিমে যান। কিন্তু ২৯ মে রাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁদের খোঁজ আর পাওয়া যায়নি।
আরও পড়ুন: হুইস্কি, ভদকা, বিয়ার না কি রাম! ভারতের সবচেয়ে জনপ্রিয় অ্যালকোহল কোনটি জানেন?
ঘটনা অনুযায়ী, ২৯ মে রাতের দিকে প্রবল বৃষ্টির মধ্যে টেম্পো ট্র্যাভেলারটি ১০০০ ফুট গভীর খাদে পড়ে যায় এবং তাতে থাকা মোট ১১ জন যাত্রীর মধ্যে একজনের মৃত্যু হয়, দুজন আহত হন এবং বাকিরা নিখোঁজ হয়ে যান। নিখোঁজদের তালিকায় রয়েছেন প্রতাপগড়ের কৌশলেন্দ্র ও অঙ্কিতা। এখনও পর্যন্ত টেম্পো ট্র্যাভেলারটিরও কোনো খোঁজ মেলেনি।
advertisement
NDRF ও স্থানীয় পুলিশ গত ১১ দিন ধরে টানা তল্লাশি চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো সুনির্দিষ্ট অগ্রগতি হয়নি। কৌশলেন্দ্রের বাবা শেরবাহাদুর ও অন্যান্য আত্মীয়েরা সিকিমে গিয়ে খোঁজ করছেন, কিন্তু তাঁরাও হতাশ হয়ে ৮ জুন বাড়ি ফিরে আসেন। আজ শেরবাহাদুরও ফিরছেন বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা এখন সিকিমের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে অনুরোধ জানাচ্ছেন যাতে উদ্ধারকাজে আরও গতি আনা হয়। পুরো পরিবার শোকাচ্ছন্ন এবং এলাকার মানুষজনের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুন: মর্মান্তিক ঘটনা, রাত ২:৩০-তে জন্ম, সকালে পাওয়া গেল নবজাতকের অর্ধেক লাশ! মা পালাল হাসপাতাল থেকে…
এই ঘটনাটি ইন্দোরের রাজা রঘুবংশী ও সোনমের ঘটনার সঙ্গে মিল রয়েছে, যাঁরা পূর্বে একই ধরনের দুর্ঘটনায় নিখোঁজ হন। পর্যটন মৌসুমে সিকিমে অতিরিক্ত ভিড় এবং খারাপ আবহাওয়া ঘন ঘন প্রাণঘাতী হয়ে উঠছে—এমনটাই মনে করছেন স্থানীয়রা। পরিস্থিতি আরও করুণ এই কারণে যে নবদম্পতির একসঙ্গে নতুন জীবন শুরুর স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গিয়েছে।