পুলিশ সূত্রে খবর, পর্যটকেরা প্রত্যেকেই মহারাষ্ট্রের বাসিন্দা। উত্তর সিকিমে বেড়াতে এসেছিলেন তাঁরা। লাচুং থেকে ১৩ কিলোমিটার দূরে শনিবার রাতে খাদে পড়ে যায় গাড়িটি। উত্তর সিকিম থেকে গ্যাংটকে ফিরছিলেন তাঁরা। মৃতদের নাম সুরেশ পুনামিয়া, দেব আনশিরে পুনামিয়া, হিরাল পুনামিয়া ও জয়ন পারমার। স্মিথ বিশ্বকর্মা ছিলেন চালক। মনে করা হচ্ছে, মৃতদের চারজন একই পরিবারের।
advertisement
আরও পড়ুন: আপনার কি যৌন মিলনে আগ্রহ কমছে? বন্ধ্যাত্ব নয় তো? জানুন
প্রায় দু'বছর পরে হিমালয়ের কোলে এই রাজ্য কোভিডমুক্ত হয়েছে। গত শুক্রবার করোনা আক্রান্ত হননি একজনও। যে দু'জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তাঁরাও সুস্থ হয়ে উঠেছেন। দু'বছর পরে, সিকিমকে 'কোভিড মুক্ত রাজ্য' বলে ঘোষণা করা হয়। সিকিমের স্বাস্থ্য দফতর জানিয়েছে, সেই রাজ্যে নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। দু'জন কোভিড আক্রান্ত হয়েছিলেন তাঁরাও সুস্থ হয়ে উঠেছেন।
আরও পড়ুন: মন খারাপের ওষুধ আইসক্রিমের কি কোনও স্বাস্থ্যগুণ নেই! খেলেই ক্ষতি? অবশ্যই জানুন
ফলে স্বাভাবিক ভাবেই সিকিমে আরও পর্যটকের ঢল নেমেছে। চলতি বছর, সিকিম সরকার কোভিড বিধিনিষেধ তুলে নেয়। তৃতীয় ঢেউ পরবর্তী সময় থেকেই পর্যটকদের ঢল নেমেছিল সিকিমে। গত দু'বছরে করোনার জন্য এই রাজ্যের পর্যটন শিল্প ধাক্কা খেয়েছিল। ফলে এবার সিকিম কোভিড-শূন্য ঘোষণা হওয়ার পর থেকে ফের একবার পর্যটকদের ফেভারিট ডেস্টিনেশনে ভিড় জমবে বলেই অনুমান প্রশাসনের। কিন্তু এই ভিড়ের মাঝেই পর্যটক বোঝাই গাড়ি দুর্ঘটনা ও মৃত্যু চিন্তায় ফেলেছে প্রশাসনকে।