সিকিমের মুখ্যমন্ত্রী এবং এসকেএম সুপ্রিমো পিএস তামাং রেনক বিধানসভা আসন থেকে ৭,০৪৪ ভোটে SDF-এর সোম নাথ পৌডিয়ালকে পরাজিত করে জয়ী হয়েছেন। কমিশন সূত্রে জানা গিয়েছে তামাং ১০,০৯৪ ভোট পেয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট প্রার্থী ৩,০৫০ ভোট পেয়েছেন।
advertisement
সিকিমের মুখ্যমন্ত্রী তাঁর দ্বিতীয় আসন সোরেং-চাকুং থেকেও বিজয়ী হয়েছেন। ‘এই জয়ের আসল কারণ মানুষের ভালবাসা, গত ৫ বছরের কাজের জয়’ বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।
“জনগণের ভালোবাসা ও আস্থার কারণেই আমরা গত পাঁচ বছরে সরকারকে নিরাপদ করে তুলতে পেরেছি। এছাড়া দলীয় ক্যাডাররা অনেক পরিশ্রম করেছেন। সিকিমের জনগণের জন্য আমাদের ১০০ শতাংশ দেওয়ার জন্য এবার আমাদের সামনে আরও পাঁচ বছর আছে,” গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে এক সমাবেশে এমনটাই বললেন প্রেম তামাং।
তামাংয়ের স্ত্রী কৃষ্ণা কুমারী রাইও নির্বাচনে জয়ী হয়েছেন। নামচি-সিংহিথাং বিধানসভা কেন্দ্রের এসকেএম প্রার্থী কৃষ্ণা রাই তাঁর নিকটতম সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ) প্রতিদ্বন্দ্বী বিমল রাইকে ৫,৩০২ ভোটে পরাজিত করেছেন।