TRENDING:

Sikkim Airlift: উত্তর সিকিমের পরিস্থিতি ভয়াবহ, শুক্র কাকভোরে শুরু এয়ারলিফ্ট! কোথায় নামানো হবে পর্যটকদের?

Last Updated:

Sikkim Airlift: নবান্নে সূত্রে জানা গিয়েছে, আটকে থাকা এ রাজ্যের পর্যটকেরা এখনও লাচেন ও উত্তর সিকিমে রয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সিকিমের পাহাড়ে বেড়াতে গিয়ে চরম বিপর্যয়ের মুখোমুখি পর্যটকেরা। হড়পা বানে সিকিমের একাংশ একেবারে তছনছ হয়ে গিয়েছে। লাচুং, লাচেন, চুংথাং এলাকায় পৌঁছনোর কোনও রাস্তা ও ব্রিজ নেই। হড়পা বানে জাতীয় সড়ক পুরোপুরি উড়ে গিয়েছে। তড়িঘড়ি এয়ারলিফ্টের কাজ শুরু করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

এনডিআরএফ সূত্রে খবর, শুক্রবার ভোর ৬টা থেকেই শুরু হবে পর্যটকদের এয়ারলিফ্ট করার কাজ। উত্তর সিকিমে আটকে পড়া সমস্ত পর্যটককে উদ্ধার করবেন তাঁরা। লাচুং, লাচেন, চুংথাংয়ে আটকে পড়া সমস্ত পর্যটককে হেলিকপ্টারে উদ্ধার করে নামিয়ে আনা হবে বাগডোগরা বিমানবন্দরে।

আরও পড়ুন: উত্তরের দুর্যোগ কাটুক, পুজোয় বৃষ্টি চাই না! ইচ্ছেপূরণ হবে? আবহাওয়ার বড় খবর

advertisement

নবান্ন সূত্রে খবর, সিকিমে এখনও মোট সাত হাজার পর্যটক রয়েছেন যার মধ্যে ২০০০ পর্যটক বাংলার। ইতিমধ্যেই পর্যটকরা ফিরতে শুরু করলেও ৪৫০ জনের মতো পর্যটক এ রাজ্যের সেখানেই রয়েছেন। নবান্নে সূত্রে জানা গিয়েছে, আটকে থাকা এ রাজ্যের পর্যটকেরা এখনও লাচেন ও উত্তর সিকিমে রয়েছেন। যেখানে বিদ্যুৎ ও রাস্তার যোগাযোগ ব্যবস্থা এখনও শুরু হয়নি।

advertisement

আরও পড়ুন: বচ্চন নয়, অমিতাভের পদবী অন্য! এক বিশেষ কারণ রয়েছে নেপথ্যে; ৯৯ শতাংশ জানেন না

ফোনের যোগাযোগ ব্যবস্থা বৃহস্পতিবার রাতের মধ্যেই শুরু করা যাবে বলে আশা করছে নবান্ন। রাজ্যের পর্যটন দফতরে এখনও পর্যন্ত ১৩৬ টি ফোন এসেছে। মোট ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে যার মধ্যে ছটি মৃতদেহ চিহ্নিত হয়েছে। এই ছটি মৃতের মধ্যে চারটি মৃতদেহ সেনাবাহিনীর ও দুটি মৃতদেহ স্থানীয় বাসিন্দাদের।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Sikkim Airlift: উত্তর সিকিমের পরিস্থিতি ভয়াবহ, শুক্র কাকভোরে শুরু এয়ারলিফ্ট! কোথায় নামানো হবে পর্যটকদের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল