এনডিআরএফ সূত্রে খবর, শুক্রবার ভোর ৬টা থেকেই শুরু হবে পর্যটকদের এয়ারলিফ্ট করার কাজ। উত্তর সিকিমে আটকে পড়া সমস্ত পর্যটককে উদ্ধার করবেন তাঁরা। লাচুং, লাচেন, চুংথাংয়ে আটকে পড়া সমস্ত পর্যটককে হেলিকপ্টারে উদ্ধার করে নামিয়ে আনা হবে বাগডোগরা বিমানবন্দরে।
আরও পড়ুন: উত্তরের দুর্যোগ কাটুক, পুজোয় বৃষ্টি চাই না! ইচ্ছেপূরণ হবে? আবহাওয়ার বড় খবর
advertisement
নবান্ন সূত্রে খবর, সিকিমে এখনও মোট সাত হাজার পর্যটক রয়েছেন যার মধ্যে ২০০০ পর্যটক বাংলার। ইতিমধ্যেই পর্যটকরা ফিরতে শুরু করলেও ৪৫০ জনের মতো পর্যটক এ রাজ্যের সেখানেই রয়েছেন। নবান্নে সূত্রে জানা গিয়েছে, আটকে থাকা এ রাজ্যের পর্যটকেরা এখনও লাচেন ও উত্তর সিকিমে রয়েছেন। যেখানে বিদ্যুৎ ও রাস্তার যোগাযোগ ব্যবস্থা এখনও শুরু হয়নি।
আরও পড়ুন: বচ্চন নয়, অমিতাভের পদবী অন্য! এক বিশেষ কারণ রয়েছে নেপথ্যে; ৯৯ শতাংশ জানেন না
ফোনের যোগাযোগ ব্যবস্থা বৃহস্পতিবার রাতের মধ্যেই শুরু করা যাবে বলে আশা করছে নবান্ন। রাজ্যের পর্যটন দফতরে এখনও পর্যন্ত ১৩৬ টি ফোন এসেছে। মোট ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে যার মধ্যে ছটি মৃতদেহ চিহ্নিত হয়েছে। এই ছটি মৃতের মধ্যে চারটি মৃতদেহ সেনাবাহিনীর ও দুটি মৃতদেহ স্থানীয় বাসিন্দাদের।