এই নিয়ে নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল গোটা দেশ ৷ বিক্ষোভ, প্রতিবাদে জ্বলে উঠছে রাজধানী দিল্লি ৷ রবিবার দিল্লির জামিয়া মিলিয়া ও উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদীদের উপরে পুলিশি আক্রমণের পরে আরও মাত্রা বেড়েছে বিক্ষোভের।
প্রতিবাদকারীদের মধ্যেই হঠাৎই এক অন্য ভূমিকায় অবতীর্ণ হলেন দুই শিখ ভাই ৷ তাঁরাও সামিল এই বিক্ষোভে ৷ কিন্তু তাঁদের পথ অহিংসার পথ ৷
advertisement
রাতভর দিল্লির প্রবল শীতে বিক্ষোভকারীদের মুখের সামনে তুলে ধরলেন গরম ধোঁয়া ওঠা চা ৷ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁদের কীর্তি। প্রশংসা উপচে পড়েছে নেটিজেনদের। রোজই দুই শিখ ভাইকে দেখা যাচ্ছে ইন্ডিয়া গেটের সামনে অক্লান্তভাবে প্রতিবাদীদের খিদে-চেষ্টা নিবারণ করে চলেছেন তাঁরা ৷
শুধু তাই নয়, জামিয়ার ঘটনার পর শিখ সম্প্রদায়ের তরফে জানানো হয়েছিল আন্দোলনরত পড়ুয়াদের জন্য গুরুদ্বার খুলে দেওয়া হবে ৷ কোনও পড়ুয়া যাতে নিজেদের আশ্রয়হীন মনে না করেন ৷