দিল্লির আদর্শ নগরের লালবাগে মুকেশের বাড়ি। তাঁর দাবি, চুরি করতে মুকেশের বাড়িতে ঢুকেছিল ওই কিশোর৷ হাতেনাতে তাকে ধরে ফেলে প্রতিবেশীদের খবর দেয় মুকেশ৷ কিশোরকে ঘরে আটকে রেখে চলে গণপিটুনি৷ ঘরেই অজ্ঞান হয়ে পড়ে কিশোর৷ আদর্শ নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরকে উদ্ধার করে। আহতকে বাবু জগজীবন রাম হাসপাতালে ভরতি করে পুলিশ৷ আইসিইউতে মৃত্যু হয় কিশোরের৷ চিকিৎসকরা জানান, কিশোরের শরীরে গুরুতর আঘাত ছিল৷
advertisement
অভিযুক্তের বাড়ির কাছেই, জেজে কলোনিতে কিশোরের বাড়ি। পরিবারের দাবি, পুরোন শত্রুতার জেরেই মিথ্যে অভিযোগে ছেলেকে খুন করেছে মুকেশ। কিশোরে কাছ থেকে চুরির কোনও সামগ্রিও মেলেনি। গত কয়েক বছরে দেশে অসহিষ্ণুতার বাড়বাড়ন্ত। একের পর এক মৃত্যু। কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন বুদ্ধিজীবীরা। পালটা চিঠি দিয়েছে অন্য পক্ষও। এরই মাঝে অসহিষ্ণুতার বলি আরও একটি প্রাণ। এবার দিল্লি।