রাজ্যের ক্ষমতা নিজেদের দখলে রাখার জন্য সিদ্দারমাইয়া কোনও চেষ্টার ত্রুটি রাখেননি ৷ অপরদিকে, নরেন্দ্র মোদি এবং অমিত শাহও কর্ণাটক নিজেদের দখলে আনতে মরিয়া হয়ে ওঠে ৷ অবশেষে, কর্ণাটককে নিজেদের দখলে আনতে পারলেও ম্যাজিক ফিগার ছুঁতে ব্যর্থ হয়েছে বিজেপি ৷ ১০৪টি আসনে জয়ী হয়েছে বিজেপি ৷ অপরদিকে, কংগ্রেস ৭৬টি আসনে জয় পেয়েছে ৷ বাদামি কেন্দ্রে জয়ী সিদ্দারামাইয়া। ৩৭টি কেন্দ্রে জয়ী জেডিএস।অন্যান্য জয়ী ২টি আসনে।
advertisement
তবে, কর্ণাটক বিধানসভা নির্বাচন খাতায় কলমে সিদ্দারমাইয়া বনাম ইয়েদুরাপ্পা হলেও ৷ ভোট প্রচারে বিষয়টি ছিল নরেন্দ্র মোদি বনাম রাহুল গান্ধি ৷ কখনও রাহুল গান্ধী ৷ আবার কখনও নরেন্দ্র মোদি ৷ বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছেন অনবরত ৷ যার ফল হাতেনাতে পেল বিজেপি ৷
উল্লেখ্য, নির্বাচনকে কেন্দ্র করে সিদ্দারমাইয়া ভোট প্রচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ৷ কিন্তু বিজেপির তরফে ইয়েদুরাপ্পার বদলে কেন্দ্রীয় বিভিন্ন ইস্যু নিয়ে প্রচার চালান মোদি-শাহ ৷ আর সেই জুটিতেই আপাতত কর্ণাটকে কুপোকাত সিদ্দারমাইয়া ৷