TRENDING:

আশঙ্কাজনক অবস্থায় জওয়ান ল্যান্স নায়েক, ৪৮ ঘণ্টা ডাক্তারের কড়া নজর

Last Updated:

সামনের ৪৮ ঘণ্টা খুবই কঠিন সিয়াচেন থেকে উদ্ধার হওয়া জওয়ান ল্যান্স নায়েকের কাছে ৷ আপাতত জওয়ান আছেন কোমায় ৷ ব্লাজ প্রেসারও নীচের দিকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সামনের ৪৮ ঘণ্টা খুবই কঠিন সিয়াচেন থেকে উদ্ধার হওয়া জওয়ান ল্যান্স নায়েকের কাছে ৷ আপাতত জওয়ান আছেন কোমায় ৷ ব্লাজ প্রেসারও নীচের দিকে ৷ জওয়ানকে রাখা হয়েছে ভেন্টিলেশন ৷ দিল্লির সেনা হাসপাতালের ডাক্তারের কথা অনুযায়ী, ‘৪৮ ঘণ্টা খুব কঠিন ৷ ভেন্টিলেশনের সাহায্যে জওয়ানের ফুসফুসকে সক্রিয় রাখা হয়েছে ৷ বরফের তলায় ৬ দিন থাকার ফলে নিমোনিয়ায় আক্রান্ত হয়েছে তিনি ৷ কিডনিও কাজ করছে না ৷ তাই ৪৮ ঘণ্টা না কাটলে, কিছু বোঝা যাচ্ছে না ৷ ’
advertisement

সিয়াচেনের সেনা চৌকিতে টহল দিতে গিয়েই ভয়ঙ্কর তুষার ধসের কবলে পড়েন কর্ণাটকের বাসিন্দা ল্যান্স নায়েক হানামান ও তাঁর ৯ সঙ্গী ৷ প্রবল তুষার ধসে পুরো সেনা চৌকিটাই বরফের তলায় চাপা পড়ে যায়। জোর কদমে উদ্ধার কাজ চালিয়ে গত পাঁচ দিনে পাঁচ জন সেনা জওয়ানের দেহ উদ্ধার করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি জারি রাখা হয়। ধরেই নেওয়া হয়েছিল কাউকে আর জীবিত অবস্থায় ফিরে পাওয়া যাবে না। কিন্তু তারপরেই সোমবার ঘটল এই অত্যাশ্চর্য ঘটনা ৷ সেনা সূত্রে খবর, উদ্ধারের পর হানামানের নাড়িস্পন্দন পেতেই চমকে ওঠেন সবাই ৷ তড়িঘড়ি তাঁকে বরফের স্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
আশঙ্কাজনক অবস্থায় জওয়ান ল্যান্স নায়েক, ৪৮ ঘণ্টা ডাক্তারের কড়া নজর