এই নিয়ে পরপর তিন দফায় পিছোল এই মিশনের যাত্রা। প্রথমে মে মাসের শেষ সপ্তাহে উৎক্ষেপণের পরিকল্পনা ছিল, পরে তা পিছিয়ে জুনের মাঝামাঝি বেশ কয়েকটি দিনে করা হয়। এরপরও নানা কারিগরী ও আবহাওয়াজনিত শিডিউল-সংক্রান্ত কারণে নির্ধারিত সময়ে অভিযান সম্পন্ন করা যায়নি।
আরও পড়ুন: পুরুলিয়ায় গাড়ি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, রাস্তায় রক্তস্রোত! মৃত ৯
advertisement
অ্যাক্সিয়ম মিশন ৪ হল একটি বেসরকারি মানবযুক্ত মহাকাশ মিশন, যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) চারজন নভোচারীকে পাঠানোর জন্য পরিকল্পিত। স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট ও ড্রাগন ক্যাপসুল ব্যবহার করে এই উৎক্ষেপণ সম্পন্ন হওয়ার কথা ছিল। প্রসঙ্গত, এই মিশন ঘিরে ভারতীয়দের জন্য এক বিশেষ গর্বের মুহূর্ত তৈরি হতে চলেছিল, কারণ শুভাংশু শুক্লা নামের এক ভারতীয় নভোচারী এই মিশনে অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: NIRF র্যাঙ্কিংয়ে ভারতের সেরার সেরা মেডিক্যাল কলেজ কোনগুলো? তালিকায় বাংলার কোন কলেজ? রইল পুরো তালিকা
সফলভাবে অভিযান সম্পন্ন হলে তিনি হবেন দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী যিনি মহাকাশে পা রাখবেন, রাকেশ শর্মার পর। স্বভাবতই ভারতীয়দের কাছে এই মিশনের একটা আলাদা গুরুত্ব রয়েছে। ফলে এই দফায় উৎক্ষেপণ স্থগিত হওয়া ভারতীয় মহাকাশপ্রেমীদের কাছেও এক বড় ধাক্কা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের হতাশার কথা প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, “এটি একটি জটিল বাণিজ্যিক মিশন। তাই সময়মতো উৎক্ষেপণ যতটা গুরুত্বপূর্ণ, ততটাই প্রয়োজন নিরাপত্তা ও প্রযুক্তিগত পরিপূর্ণতা।”
নাসা স্পষ্টভাবে জানিয়েছে, “নিরাপত্তাই প্রথম। উৎক্ষেপণ তখনই হবে, যখন সব প্রস্তুতি নিখুঁতভাবে সম্পন্ন হবে।” এখন গোটা বিশ্বের মতো ভারতেরও নজর রয়েছে নতুন তারিখ ঘোষণার দিকে। কবে পাড়ি দেবে অ্যাক্সিয়ম ৪ সেই অপেক্ষাতেই আপাতত দিন গুনছে বিশ্ববাসী।
আবীর ঘোষাল