অন্যদিকে সোমবার অবধি ভারতীয় রেল মোট ৪৬৮ টি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে দেশ জুড়ে। তার মধ্যে ৩৬৩ শ্রমিক স্পেশাল ট্রেন তাদের গন্তব্যে পৌঁছে গেছে। ১০৫ শ্রমিক স্পেশাল ট্রেন এখনও ট্রানজিটে আছে। ভারতীয় রেলের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশে ১ টি ট্রেন, বিহারে ১০০ টি ট্রেন, হিমাচল প্রদেশে ১টি ট্রেন, ঝাড়খন্ডে ২২টি ট্রেন, মধ্যপ্রদেশে ৩০ টি ট্রেন, মহারাষ্ট্র ৩টি ট্রেন, উড়িষ্যায় ২৫টি ট্রেন, রাজস্থানে ৪টি ট্রেন, তেলেংগানা ২টি ট্রেন, উত্তর প্রদেশে ১৭২ টি ট্রেন, পশ্চিম্বঙ্গের জন্য ২টি ট্রেন ও তামিলনাড়ু ১টি ট্রেন এসেছে।
advertisement
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে সমস্ত রাজ্য ট্রেন চালাতে চায় তাদের কাছে রেলের আবেদনের বিষয়টি যেন দ্রুত গ্রাহ্য করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে চলা শ্রমিক স্পেশালে এভাবে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আদৌ সামাজিক দুরত্ব বজায় থাকবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও রেল জানাচ্ছে, সবাইকে মাস্ক বা ফেস শিল্ড ব্যবহার করেই ট্রেনে সফর করতে হবে। শারীরিক পরীক্ষার পরেই ট্রেনে সফরের সুযোগ দেওয়া হবে।
ABIR GHOSHAL