TRENDING:

আপনাদের জেলে ভরা হবে না কেন! সুপ্রিম কোর্টে বেনজির ধমক খেলেন NRC-র দুই 'হোতা'

Last Updated:

NRC Assam: এজলাসে দাঁড়িয়ে দুই অফিসারই হাত জোড় করে ক্ষমা চান আদালতের কাছে৷ এরপরই সর্বোচ্চ আদালত বলে, 'আপনারা আদালতের নিযুক্ত অফিসার৷ কোন এক্তিয়ারে আপনারা সংবাদমাধ্যমে দাবি করেন, যে কোনও নতুন নথি বিচার্য হতে পারে NRC-তে নাম নথিভূক্তির ক্ষেত্রে৷ এ সব বলার আপনারা কে? কে আপনাদের অথরিটি দিয়েছে?'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অসমে জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎ‌সনার মুখে পড়লেন দুই অফিসার৷ মঙ্গলবার NRC কো-অর্ডিনেটর ও রেজিস্টার জেনারেলকে একহাত নিয়ে শীর্ষ আদালতের ধমক, 'আপনারা দু'জনে স্পষ্টতই আদালতকে অবমাননা করেছেন৷ আপনাদের কি জেলে পাঠানো উচিত নয়? আপনাদের দু'জনেরই শাস্তি হওয়া উচিত৷'
advertisement

আরও পড়ুন: রাজ্যের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, নাম নেই নাগরিকপঞ্জিতে

NRC নিয়ে কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা ও রেজিস্টার জেনারেল শৈলেশকে সমন পাঠায় সুপ্রিম কোর্ট৷ বস্তুত, এই দুই অফিসার জাতীয় নাগরিক পঞ্জির খসড়ায় নাম না-থাকা নাগরিকদের নাম তোলার জন্য নানা প্রক্রিয়ার কথা বলেছেন সংবাদমাধ্যমে৷ এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট৷

আরও পড়ুন: এখানেই থামব না, ফের অসম যাবে তৃণমূল প্রতিনিধিদল : ফিরহাদ হাকিম

advertisement

এ দিন বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি রোহিনটন এফ নরিম্যানের বেঞ্চ উত্তম-মধ্যম তিরস্কার করে দুই অফিসারকে৷ প্রতীক হাজেলা ও শৈলেশের কীর্তিতে সুপ্রিম কোর্ট হতভম্ব ও বিরক্ত বলেও জানান বিচারপতিরা৷

আরও পড়ুন: দেশে সুপার এমারজেন্সি চলছে, শিলচর নিয়ে বললেন মমতা

এজলাসে দাঁড়িয়ে দুই অফিসারই হাত জোড় করে ক্ষমা চান আদালতের কাছে৷ এরপরই সর্বোচ্চ আদালত বলে, 'আপনারা আদালতের নিযুক্ত অফিসার৷ কোন এক্তিয়ারে আপনারা সংবাদমাধ্যমে দাবি করেন, যে কোনও নতুন নথি বিচার্য হতে পারে NRC-তে নাম নথিভূক্তির ক্ষেত্রে৷ এ সব বলার আপনারা কে? কে আপনাদের অথরিটি দিয়েছে?' আদালতের আরও বক্তব্য, 'প্রেসকে কিছু জানানো আপনাদের কাজ নয়৷ আপনাদেরকে NRC তৈরির কাজ দেওয়া হয়েছিল মাত্র৷ আপনারা ভুলে যাচ্ছেন আপনারা আদালতের নিযুক্ত অফিসার৷ আপনারা কিছু বললে, তা আমাদের দিকেই ঘুরে আসবে৷'

advertisement

খবরটি ইংরেজিতে পড়তে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আপনাদের জেলে ভরা হবে না কেন! সুপ্রিম কোর্টে বেনজির ধমক খেলেন NRC-র দুই 'হোতা'