ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধেয় এমএইচবি কলোনি পুলিশ স্টেশনের দহিসার এলাকায়। উদ্ধব ঠাকরে শিবিরে শিবসেনার প্রাক্তন কাউন্সিলর ছিলেন নিহত অভিষেকের বাবা বিনোদ ঘোষালকর। মরিস ওরফে মৌরিস ভাই নামে জনপ্রিয় ব্যক্তির অফিসে এই কাণ্ড ঘটে। সেখানে ফেসবুক লাইভ করতে গিয়েছিলেন অভিষেক।
আরও পড়ুন: ‘শেষ হয়েও যেন হইল না শেষ’! ফিরছে শীত? আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বিরাট ভোলবদল, জানুন
advertisement
পুলিশ সূত্রে খবর, দুজনের মধ্যে কিছু একটা নিয়ে কয়েকদিন ধরে সমস্যা চলছিল। সেটি মিটমাট করতেই এদিন মৌরিস ভাইয়ের অফিসে যান তারা। সেখানে কথোপকথন ওয়েবকাস্ট হওয়ার ছিল। সেখানেই তিন বার অভিষেককে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করা হয়। তারপরেই নিজেকে গুলি করে মরিস।
আরও পড়ুন: পেটের চর্বি ঝরাতে নাভিঃশ্বাস? এই ব্যায়াম না করলে কোনও লাভ হবে না, জানুন
দ্রুত অভিষেককে করুনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুজনেই মারা গিয়েছেন জানান চিকিৎসকেরা। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।