TRENDING:

Uttarkashi tunnel collapse: কারা আগে বেরোবেন, কারা পরে? শ্রমিকদের উদ্ধার শেষে জানা গেল পরিকল্পনা

Last Updated:

যেভাবে ১৭ দিন ধরে সুড়ঙ্গের ভিতরে আটকে থেকেও এই শ্রমিকরা নিজেদের মনোবল ধরে রেখেছিলেন, তাতে অভিভূত গোটা দেশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরকাশী: ১৭ দিন একসঙ্গে বদ্ধ সুড়ঙ্গের ভিতরে আটকে ছিলেন ওঁরা৷ জীবনের সবথেকে কঠিন সময়ে একে অন্যকে সাহস জুগিয়েছেন৷ কিন্তু মুক্তির সময় যখন এল, তখন কে আগে বেরিয়ে আসবেন? উত্তরকাশীর সিল্কইয়ারা সুড়ঙ্গের উদ্ধারকাজের এই অজানা তথ্যই জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি৷
এভাবেই পাইপের মধ্যে দিয়ে বের করে আনা হয় শ্রমিকদের৷ ছবি- এএনআই
এভাবেই পাইপের মধ্যে দিয়ে বের করে আনা হয় শ্রমিকদের৷ ছবি- এএনআই
advertisement

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ধামি জানান, আটকে থাকা শ্রমিকদের মধ্যে যাঁরা খর্বকায় ছিলেন, তাঁদেরই প্রথম বের করে আনার সিদ্ধান্ত নেওয়া হয়৷ যাঁদের উচ্চতা তুলনামূলক বেশি, তাঁদেরকে পরে সুড়ঙ্গ থেকে বের করা হয়৷ যদিও এই পরিকল্পনার পিছনে কী কারণ ছিল, তা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন: উদ্ধার হওয়া শ্রমিক, উদ্ধারকারীদের ১ লক্ষ টাকা পুরস্কার!ঘোষণা মুখ্যমন্ত্রী ধামির

advertisement

শ্রমিকদের উদ্ধার করে আনতে এনডিআরএফ-এর যে সদস্যরা সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করেছিলেন, তাঁরা অবশ্য জানিয়েছেন প্রথমে ভিতরে গিয়ে শ্রমিকদের উদ্ধারকাজের পরিকল্পনা বুঝিয়ে দেওয়া হয়৷ এর পর স্ট্রেচারে বসিয়ে শ্রমিকদের বের করা হয়৷ এক- একটি স্ট্রেচারে তিনজন করে শ্রমিককে বের করে আনা সম্ভব হয়৷ ফলে ৪১ জন শ্রমিককে বের করে আনতে খুব বেশি সময় লাগেনি৷

advertisement

যেভাবে ১৭ দিন ধরে সুড়ঙ্গের ভিতরে আটকে থেকেও এই শ্রমিকরা নিজেদের মনোবল ধরে রেখেছিলেন, তাতে অভিভূত গোটা দেশ৷ শ্রমিকদের এই সাহসিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘উত্তরকাশীতে শ্রমিক ভাইদের উদ্ধারকাজের সাফল্য প্রত্যেককে আবেগপ্রবণ করে দেওয়ার মতো৷ সুড়ঙ্গে যাঁরা আটকে ছিলেন, তাঁদের বলব, আপনাদের ধৈর্য এবং সাহস যে কাউকে প্রেরণা জোগাবে৷ আমি প্রত্যেকের মঙ্গল এবং সুস্বাস্থ্যের কামনা করি৷’

advertisement

মোদি আরও লিখেছেন, ‘এত দীর্ঘ অপেক্ষার পর আমাদের এই সাথীরা এবার তাঁদের প্রিয়জনের সঙ্গে দেখা করবেন, এটা খুবই স্বস্তির৷ এই কঠিন সময়ে এই শ্রমিকদের পরিজনেরাও ধৈর্য এবং সাহসের পরিচয় দিয়েছেন৷ এর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়৷’

সেরা ভিডিও

আরও দেখুন
দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা, তারপরেই জ্বলে গেল ডাউদাউ করে
আরও দেখুন

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, সুড়ঙ্গে প্রায় ৪০০ ঘণ্টা আটকে থাকলেও ভিতর থেকে বেরিয়ে এসে প্রত্যেক শ্রমিকই বলেছেন, তাঁরা ঠিক আছেন৷ এমন কি, অ্যাম্বুল্যান্সে বসেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা৷ ১৭ দিন পর সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসেও তাঁদের মুখে হাসি লেগেছিল৷ শ্রমিকদের এই মনোভাবেরই প্রশংসা করছে গোটা দেশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Uttarkashi tunnel collapse: কারা আগে বেরোবেন, কারা পরে? শ্রমিকদের উদ্ধার শেষে জানা গেল পরিকল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল