TRENDING:

Rajdhani Express Shootout: ভুল টিকিট নিয়ে ধরা পড়তেই গুলি চালিয়ে দিলেন যাত্রী! শিয়ালদহ- নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে তুলকালাম

Last Updated:

গুলি চলার ঘটনা ঘটতেই ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ জওয়ানরা ছুটে আসেন৷ হরবিন্দর সিং নামে ওই যাত্রীকে ধরে ফেলে আরিপএফ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টিকিট কাটা ছিল হাওড়া থেকে নয়াদিল্লি গামী রাজধানী এক্সপ্রেসে৷ কিন্তু ভুল করে শিয়ালদহ নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে উঠে পড়েছিলেন যাত্রী৷ টিকিট পরীক্ষক সেই ভুল ধরিেয় দিতেই ক্ষেপে গিয়ে সটান গুলি চালিয়ে দিলেন যাত্রী!
রাজধানী এক্সপ্রেসে চলল গুলি৷ প্রতীকী চিত্র, ছবি- আইআরসিটিসি
রাজধানী এক্সপ্রেসে চলল গুলি৷ প্রতীকী চিত্র, ছবি- আইআরসিটিসি
advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শিয়ালদহ থেকে নিউ দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে৷ ধানবাদ থেকে ট্রেনে উঠেছিলেন পেশায় ভারতীয় সেনার সদস্য ওই যাত্রী৷ অভিযুক্তের নাম হরবিন্দর সিং (৪১)৷ ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়েছে আরপিএফ৷

আরও পড়ুন: মমতার মুখেও ‘ও লাভলি’! পুজোয় মদনকে কালারফুল থাকতে বললেন নেত্রী, দিলেন দায়িত্বও

রেল সূত্রে খবর, ধানবাদ থেকে হাওড়া- নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে টিকিট কাটা ছিল হরবিন্দরের৷ কিন্তু ভুল করে শিয়ালদহ থেকে ছেড়ে যাওয়া রাজধানী এক্সপ্রেসে উঠে পড়েন তিনি৷ ধানবাদ থেকে ট্রেনটি ছাড়ার পরই টিকিট পরীক্ষক ওই যাত্রীর টিকিট দেখতে চান৷ হরবিন্দর টিকিট দেখালে টিটিই তাঁকে বলেন, ওই টিকিটটি ভুল৷ তিনি ভুল ট্রেনে উঠে পড়েছেন৷

advertisement

এ কথা শুনেই রেগে যান হরবিন্দর সিং নামে ওই যাত্রী৷ টিকিট পরীক্ষকের সঙ্গে কথা কাটাকাটির মধ্যেই আচমকা নিজের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে দেন তিনি৷ বি৭ এবং বি৮ কামরার মাঝে এই ঘটনা ঘটে৷ বরাতজোরে গুলি কারও গায়ে লাগেনি৷ তবে গুলির শব্দে আতঙ্কে ট্রেনের কামরার মধ্যে ছোটাছুটি শুরু করে দেন যাত্রীরা৷

advertisement

গুলি চলার ঘটনা ঘটতেই ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ জওয়ানরা ছুটে আসেন৷ হরবিন্দর সিং নামে ওই যাত্রীকে ধরে ফেলে আরিপএফ৷ ট্রেনটিকে কোডারমা স্টেশনে দাঁড় করানো হয়৷ সেখানেই অভিযুক্ত ওই যাত্রীকে ট্রেন থেকে নামানো হয়৷ ঘটনার জেরে নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ পরে গন্তব্যের দিকে ফের রওনা দেয় রাজধানী এক্সপ্রেস৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rajdhani Express Shootout: ভুল টিকিট নিয়ে ধরা পড়তেই গুলি চালিয়ে দিলেন যাত্রী! শিয়ালদহ- নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে তুলকালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল