TRENDING:

লোকসভায় আস্থা ভোটে বিজেপিকেই সমর্থন করবে শিবসেনা

Last Updated:

লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে প্রথমবার গৃহীত হয়েছে অনাস্থা প্রস্তাব ৷ সেই অনাস্থা প্রস্তাব নিয়ে শুক্রবার আলোচনার পর হবে ভোটাভুটি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে প্রথমবার গৃহীত হয়েছে অনাস্থা প্রস্তাব ৷ সেই অনাস্থা প্রস্তাব নিয়ে শুক্রবার আলোচনার পর হবে ভোটাভুটি ৷ শুক্রবার সেই আস্থা ভোটেই বিজেপিকে সমর্থন করবে শিবসেনা ৷
advertisement

উদ্ধব ঠাকরে জানিয়েছেন, ‘আমরা বিজেপিকেই সমর্থন করব ৷ আজ রাতের মধ্যে শিবসেনার তরফ থেকে চূড়ান্ত ঘোষণা করা হবে ৷’ অন্যদিকে, শিবসেনার বরিষ্ঠ নেতা সঞ্জয় রাউত সরাসরি বিজেপিকে সমর্থনের কথা স্বীকার করেননি ৷ তবে, তিনি বলেছেন, ‘ভারত গণতান্ত্রিক দেশ ৷ এখানে বিরোধী দলের মতামত শোনাও একান্ত প্রয়োজন ৷ আগামিকাল ভোটাভুটির সময় উদ্ধব ঠাকরে যা নির্দেশ দেবেন শিবসেনা তেমনটাই করবে ৷ এতে কোনও দ্বিমত হবে না ৷’

advertisement

আরও পড়ুন: ‘পিটিয়ে খুনের দায় রাজ্য সরকারগুলির’ রাজনাথের মন্তব্যে লোকসভা থেকে ওয়াকআউট কংগ্রেস ও বামেদের

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই উদ্ধব ঠাকরেকে ফোন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ শিবসেনাকে পাশে থাকার আর্জি জানিয়ে উদ্ধব ঠাকরেকে ফোন করেন অমিত ৷ এরপরই বিজেপিকে সমর্থনে হুইপ জারি করে শিবসেনা ৷ রাজনীতিবিদদের মত, অমিতের ফোনেই সম্ভবত দু’তরফের গলল বরফ ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
লোকসভায় আস্থা ভোটে বিজেপিকেই সমর্থন করবে শিবসেনা