TRENDING:

English Coolie Man : নেই প্রথাগত বিদ্যা ও ডিগ্রি, ঝরঝরিয়ে ইংরেজি বলেন গয়া স্টেশনের এই প্রবীণ মালবাহক

Last Updated:

পুরনো প্রবাদ নতুন করে প্রমাণ করলেন শিবকুমার গুপ্ত (Shivkumar Gupta) ৷ কথ্য ইংরেজিতে দড় এই মালবাহক পরিচিত ‘ইংলিশ কুলি ম্যান’ বলে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গয়া : কোনও কিছু শেখার পথেই বাধা নয় বয়স ৷ যদি কারও সদিচ্ছা থাকে, তিনি সফল হবেনই ৷ পুরনো প্রবাদ নতুন করে প্রমাণ করলেন শিবকুমার গুপ্ত (Shivkumar Gupta) ৷ বিহারে বুদ্ধগয়া শহরের গয়া স্টেশনের  (Gaya Junction) ষাটোর্ধ্ব মালবাহক ৷ কথ্য ইংরেজিতে দড় এই মালবাহক পরিচিত ‘ইংলিশ কুলি ম্যান’ বলে ৷
advertisement

প্রবীণ শিবকুমারের কোনও প্রথাগত বিদ্যা বা ডিগ্রি নেই ৷ কিন্তু কাজ করতে করতে বিদেশি পর্যটকদের দৌলতে পরিচিত হয়েছেন ইংরেজি শব্দের সঙ্গে ৷ তার পর নিজের ইচ্ছাশক্তি ও মনোবলের দৌলতে শিখে ফেলেছেন ভাষাটাই৷

গয়া জংশনে ট্রেন থেকে নেমে যদি কোনও মালবাহককে দেখেন এক হাতে ইংরেজি সংবাদপত্র এবং মুখে একগাল হাসি নিয়ে অপেক্ষা করছেন, তা হলে বুঝবেন উনিই শিবকুমার ৷ জানিয়েছেন, তিনি পেশায় মালবাহক ৷ কিন্তু তাঁর জীবনের মূল লক্ষ্য, মানুষকে সাহায্য করা ৷ ইংরেজি বলা ও বুঝতে পারায় তাঁর দক্ষতা তাঁকে আলাদা করে তুলেছে বুদ্ধগয়া স্টেশনের অন্যান্য মালবাহকের থেকে ৷ শিবকুমারের জনপ্রিয়তা এতটাই, অনেক বিদেশি পর্যটক বুদ্ধগয়া স্টেশনে নেমে খোঁজ করেন শিবকুমারের ৷ সকল বিদেশি পর্যটকের মালপত্র হয়তো বহন করে উঠতে পারেন না ৷ কিন্তু তাঁদের অন্তত কথা বলিয়ে দেন অন্য মালবাহকের সঙ্গে ৷ ইংরেজি না জানা মালবাহকের সঙ্গে পর্যটকদের হয়ে দোভাষীর কাজ করেন শিবকুমার ৷

advertisement

শুধু মালবাহকই নন ৷ বিদেশি পর্যটকদের কাছে শিবকুমারের গুরুত্ব আরও অনেক ক্ষেত্রেই ৷ বুদ্ধগয়াতে পর্যটকরা যত দিন থাকেন, গাইডের কাজ করেন শিবকুমার ৷ স্থানীয়দের কাছেও তিনি খুব প্রিয় ৷ শিবকুমারের কথায়, চেনা অচেনা অনেক মুখই তাঁকে ভালবেসে উপহার দিয়ে যান ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গয়া জংশনের আরও একজন মালবাহক সুরজ দেব চন্দ্রবংশী জানিয়েছেন, আগে শিবকুমারকে সকলে ডাকতেন ‘বাবা’ বলে ৷ এখন আর তাঁর পরিচয় ‘বাবা’ নয় ৷ বরং তিনি এখন সকলের থেকে বিস্ময় ও সম্ভ্রম আদায় করে নেওয়া ‘ইংরেজি বলিয়ে মালবাহক’ ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
English Coolie Man : নেই প্রথাগত বিদ্যা ও ডিগ্রি, ঝরঝরিয়ে ইংরেজি বলেন গয়া স্টেশনের এই প্রবীণ মালবাহক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল